05/14/2025 টেক্সাসে বিদেশিদের জন্য জমি কেনা নিষিদ্ধের আইন বৈষম্য উসকে দিতে পারে বৈষম্য
মুনা নিউজ ডেস্ক
১৩ মে ২০২৫ ২৩:১১
টেক্সাসে চীনসহ কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জমি কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করতে একটি বিতর্কিত বিল প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই আইনটি নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া এবং অসন্তোষ দেখা দিয়েছে।
বিলটির নাম "সেনেট বিল ১৭ (SB 17)", যা এমন সব দেশের নাগরিকদের জমি কেনা নিষিদ্ধ করবে, যেগুলোকে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এই তালিকায় রয়েছে চীন, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়া।
নতুন এই সংশোধনী অনুযায়ী, রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট নিজে ইচ্ছেমতো এই তালিকায় নতুন দেশ যুক্ত করতে পারবেন। গ্রেগ অ্যাবট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
বিলটির পক্ষে থাকা রিপাবলিকান আইনপ্রণেতা কোল হেফনার বলেন, “এই উদ্যোগ আমাদের জমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য, যাতে শত্রু রাষ্ট্রগুলো এগুলোর অপব্যবহার করতে না পারে।”
তবে এই বিলের বিরোধিতা করে শত শত মানুষ শনিবার রাজধানী অস্টিনে বিক্ষোভে অংশ নেন। তাদের পোস্টারে লেখা ছিল, "ঘৃণার বিরুদ্ধে দাঁড়াও", ও "বাসস্থান মানুষের অধিকার"।
"কোনও মানুষকে শুধুমাত্র তার দেশের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হলে, সেটি বর্ণবাদ। এই আইন বর্ণবাদী," বলেন অ্যালিস ই, 'এশিয়ান টেক্সান্স ফর জাস্টিস' সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা।
বিক্ষোভে অংশ নেওয়া আরেক কর্মী, আইলিন হুয়াং বলেন, “সব এশিয়ান মানুষ গুপ্তচর নয়। অনেকেই তাদের দেশের সরকারকে সমর্থন না করেই পালিয়ে এসেছেন। এখন তাদেরকে শত্রু হিসেবে দেখা অন্যায়।”
টেক্সাস হাউসের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট প্রতিনিধি জিন উ, যিনি চীনে জন্মগ্রহণ করেছেন, বলেন, “এই আইন স্থায়ী বাসিন্দাদের (গ্রিন কার্ডধারী) জন্য কিছু ছাড় দিলেও, বাস্তবে এটি সকল এশিয়ানদের বিরুদ্ধে বৈষম্যের পথ খুলে দেবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ২০২৩ সালের আদমশুমারি অনুযায়ী, টেক্সাসে এশিয়ান জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৭ লাখ, যা রাজ্যের মোট জনসংখ্যার ৬ শতাংশ। এবং এটি সবচেয়ে দ্রুত বর্ধনশীল গোষ্ঠী।
টেক্সাসের পাশাপাশি অন্যান্য অনেক রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যেও একই ধরনের প্রস্তাবনা সামনে আসছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উত্তেজনার পটভূমিতে এসব আইন প্রণয়নের চেষ্টা বাড়ছে।
এই বিলটি ইতিমধ্যেই টেক্সাস হাউসে অনুমোদিত হয়েছে, এবং এখন এটি সেনেটে চূড়ান্ত ভোটের অপেক্ষায় রয়েছে। আইনটি পাস হলে, এটি শুধু রাজ্য নয়, জাতীয় পর্যায়েও বিতর্কের ঝড় তুলতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.