05/19/2025 তিনটি মহাকাশ ঘাঁটি উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান
মুনা নিউজ ডেস্ক
১৯ মে ২০২৫ ১১:৫২
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী সাত্তার হাশেমি বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ (যা ২১ মার্চ, ২০২৫ থেকে শুরু হয়েছে) দেশে তিনটি সুসজ্জিত মহাকাশ ঘাঁটি উৎক্ষেপণ করা হবে।
শনিবার ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস’ উপলক্ষে বক্তৃতাকালে তিনি বলেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ চাবাহার, সালমাস এবং চেনারান স্যাটেলাইট ঘাঁটি সহ বৃহৎ প্রকল্প উৎক্ষেপণ এবং উপগ্রহ তৈরি করা শুরু হবে।
তিনি আরও জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এসব উপগ্রহ ঘাঁটি উৎক্ষেপণ করা হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.