05/20/2025 ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে নেদারল্যান্ডসে হাজারো মানুষের বিক্ষোভ
মুনা নিউজ ডেস্ক
১৯ মে ২০২৫ ১৭:৫৪
গাজায় ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে বিশাল সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থীরা। রোববার হেগে ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন। দ্য হেগ থেকে সিনহুয়া এই খবর জানায়।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইহুদিবাদী ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে। সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত,প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছিলেন।
তারা মুখেও বিভিন্ন শ্লোগান দিয়েছেন। গাজার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেছেন, নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরাইল বোমা মারছে।
ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ হত্যা করছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদেও বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের হিসেব অনুযায়ী ১৮ হাজার শিশু মারা গেছে। এছাড়া আহত হয়েছেন ১২ লাখের বেশি ফিলিস্তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.