05/21/2025 কেনেডি সেন্টারের সাবেক পরিচালকদের সমালোচনায় ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২০ মে ২০২৫ ১৮:৩৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনের খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের সাবেক পরিচালনা পর্ষদের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানটি “রাজনৈতিক প্রপাগান্ডা ও অপ্রাসঙ্গিক অনুষ্ঠান”এর আস্তানায় পরিণত হয়েছিল। ওয়াশিংটন থেকে এ খবর জানিয়েছে এএফপি।
হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের নতুন বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময়ে ট্রাম্প বলেন, “গত ১০ বছরে অনেক টাকা খরচ হলেও সেন্টারের ভবনের অবস্থা ছিল জরাজীর্ণ।”
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর, কেনেডি সেন্টারের পরিচালনা বোর্ডের একাধিক সদস্যকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর ফেব্রুয়ারিতে নতুন বোর্ড তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে। এই রদবদলের পরপরই জনপ্রিয় টেলিভিশন প্রযোজক শন্ডা রাইমস এবং সংগীতশিল্পী বেন ফল্ডসসহ অনেকে পদত্যাগ করেন।
এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মত কোনো প্রেসিডেন্টকে সরাসরি নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। ট্রাম্প আরো বলেন, ‘কদিকে ভবনটি প্রায় ভেঙে পড়ছিল। অন্যদিকে সেখানে আয়োজিত অনুষ্ঠানগুলোও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল।’ এসময় এলজিবিটিকিউ বিষয়ক অনুষ্ঠান নিয়েও সমালোচনা করেন তিনি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.