05/22/2025 ট্রাম্পের শুল্ক নীতিকে ১২ অঙ্গরাজ্যের আদালতে চ্যালেঞ্জ
মুনা নিউজ ডেস্ক
২২ মে ২০২৫ ০২:২৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করতে ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য। ট্রাম্পের ‘লিবারেশন ডে’ খ্যাত পারস্পরিক শুল্ক স্থগিত করার আবেদন জানিয়েছে তারা। তাদের দাবি, জরুরি ভিত্তিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন ট্রাম্প।
এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে অধিক রপ্তানি করে তাদের ওপর সীমাহীন শুল্ক আরোপ করা হয়েছে বলেও যুক্তি দিয়েছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, নিউ ইয়র্ক, ইলিয়ন, ওরেগনসহ আরও নয়টি রাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলদের করা মামলার যুক্তি শুনবেন ম্যানহাটন-ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিন বিচারকের একটি প্যানেল।
মামলাকারীদের দাবি রিপাবলিকান প্রেসিডেন্ট ‘নিজের ইচ্ছামতো’ বাণিজ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছেন। রাজ্যগুলোর দাবি, অতিরিক্ত শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণের জন্য ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্টের ভুল ব্যাখ্যা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মূলত যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক এবং অসামান্য’ হুমকি মোকাবিলার জন্যই এ আইনটি তৈরি করা হয়েছে। ট্রাম্প বলেছেন, রপ্তানির চেয়ে বেশি আমদানির দীর্ঘ ইতিহাস যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় জরুরি অবস্থা যা শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু রাজ্যগুলো যুক্তি দিয়েছে বাণিজ্য ঘাটতি কোনো ‘জরুরি অবস্থা’ নয়।
এর আগে পাঁচটি ক্ষুদ্র ব্যাবসায়িক ইস্যুতে যুক্তি-তর্ক শুনেছেন বিশেষ ওই আদালত। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এ বিষয়ে রায় প্রদান করা হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.