05/23/2025 ঈদুল আজহায় কাতারে ৫ দিন, আরব আমিরাতে ৩ দিনের ছুটি
মুনা নিউজ ডেস্ক
২২ মে ২০২৫ ১৬:০৫
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা সামনে রেখে কাতার সরকার ২০২৫ সালের জন্য পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। চাঁদ দেখার ওপর নির্ভরশীল ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এবার ঈদ উদ্যাপিত হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এই সময়টায় উপসাগরীয় অঞ্চলজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহ তৈরি হয়ে থাকে, আর কাতারসহ পার্শ্ববর্তী দেশগুলোও তাতে অংশ নেয় সরকারি ছুটির মাধ্যমে।
চলতি বছর ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ‘আরাফাহ দিবস’ ধরা হচ্ছে বৃহস্পতিবার (৫ জুন)। ইসলাম ধর্মে এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে জড়ো হন। এই দিন থেকেই কাতারে ঈদের ছুটি শুরু হবে, যা চলবে ৯ জিলহজ্জ থেকে ১৩ জিলহজ্জ পর্যন্ত মোট পাঁচদিন। এভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পারিবারিক সময় কাটানোর সুযোগ নিশ্চিত করতেই কাতার সরকার এই ছুটির সময় নির্ধারণ করেছে।
ঘোষিত ছুটি অনুযায়ী, কাতারে ৯ জিলহজ্জ তথা ৫ জুন আরাফাহ দিবস থেকেই ছুটি শুরু হবে। এরপর ঈদুল আজহার দিন ১০ জিলহজ্জ থেকে পরবর্তী তিনদিন অর্থাৎ ১১, ১২ ও ১৩ জিলহজ্জ পর্যন্ত চলবে সরকারি ছুটি।
এদিকে পার্শ্ববর্তী দেশ সংযুক্ত আরব আমিরাতেও আরাফাহ দিবস ও ঈদের পরবর্তী তিনদিন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে ছুটি থাকবে শুক্রবার (৬ জুন) থেকে রোববার (৮ জুন)পর্যন্ত। তবে সব দেশেই এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে জানাবে।
ধর্মীয় গুরুত্ব, হজের আনুষ্ঠানিকতা এবং সামাজিক আনন্দ উদ্যাপনের বিষয়টি মাথায় রেখে উপসাগরীয় দেশগুলোতে ঈদুল আজহার সময় সরকারি ছুটির পরিধি বাড়ানো হয়ে থাকে। এ বছরের ঘোষণায়ও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। মুসলমানদের আত্মত্যাগের বার্তা বহনকারী এই ঈদ বিশ্বের নানা প্রান্তে অনুরূপ ভাবগাম্ভীর্যে পালিত হবে বলে আশা করা যাচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.