05/23/2025 ভারতীয় লেখক বানু মুশতাকের বুকার পুরস্কার জয়
মুনা নিউজ ডেস্ক
২২ মে ২০২৫ ১৭:০৮
বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। মঙ্গলবার আন্তর্জাতিক এ পুরস্কার পেলেন তিনি। ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’এর জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
৭৭ বছর বয়সী বানু মুশতাক কান্নাড়া ভাষায় লেখালেখি করেন। এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।
লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বানু মুশতাক বলেন, ‘এ মুহূর্ত যেন আকাশজুড়ে হাজারো জোনাকি একসঙ্গে জ্বলে ওঠার মতো, যা ক্ষণিকের, উজ্জ্বল ও যৌথ প্রচেষ্টাপ্রসূত।’
‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের প্রাত্যহিক জীবন নিয়ে লেখা ১২টি ছোটগল্প সংকলিত হয়েছে বইটিতে। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে লেখা এসব গল্পে উঠে এসেছে দক্ষিণ ভারতের নারীদের পারিবারিক জীবনের নানা চিত্র ও সংগ্রাম।
পেশাগত জীবনে বানু মুশতাক একাধারে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও আইনজীবী। সেই সাথে কাজ করেন নারী অধিকার নিয়েও।
লন্ডনের টেট মডার্নে এক অনুষ্ঠানে পাঁচ সদস্যের ভোটিং প্যানেলের সভাপতি হিসেবে লেখক ম্যাক্স পোর্টার এই পুরস্কার ঘোষণা করেন। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো ছোটগল্পের সংকলনকে এই পুরস্কার দেয়া হলো।
ভাস্তি হলেন প্রথম ভারতীয় অনুবাদক - এবং নবম নারী অনুবাদক - যিনি এই পুরস্কার জিতেছেন। মুশতাক হলেন ষষ্ঠ নারী লেখক যিনি এই পুরস্কার অর্জন করেছেন। কন্নড় মূলত দক্ষিণ ভারতের ভাষা। প্রায় সাড়ে ছয় কোটি মানুষ এই ভাষায় কথা বলে। লেখক পোর্টার বানু মুশতাকের ‘হার্ট ল্যাম্প’ ও এর অনুবাদের ভূয়সী প্রশংসা করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.