05/24/2025 সন্তানকে প্রথমবারের মতো দেখতে পেলেন মাহমুদ খলিল
মুনা নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫ ০৭:০৭
বৃহস্পতিবার প্রথমবারের মতো সন্তানের সঙ্গে দেখা করলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফিলিস্তিনপন্থি অধিকার বিষয়ক কর্মী মাহমুদ খলিল। খবর অনলাইন এনডিটিভির। ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশগ্রহণ নেয়ায় যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক কর্মকর্তারা মার্চে তাকে গ্রেপ্তার করে।
এদিকে দিনভর শুনারি পর খলিলের প্রত্যাবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি অভিবাসন বিষয়ক আদালতের বিচারক জেমি কমান্স। বিচার শুরুর আগে স্ত্রী ড. নুর আব্দাল্লা ও তাদের ১ মাস বয়সী শিশুর সঙ্গে দেখা করেন খলিল।
এমি গ্রির নামে একজন আইনজীবী বলেন, বৃহস্পতিবার সকালে মাহমুদকে তার স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করার ও তার সন্তানকে কোলে নেয়ার সুযোগ দেয়া হয়। খলিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের একজন নেতা। যিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন।
গাজার যুদ্ধ ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কারাদণ্ড ও নির্বাসন ক্ষমতা ব্যবহারের কৌশল নিয়ে বিতর্কে তিনি একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়, যুক্তরাষ্ট্রে খলিলের উপস্থিতি ফেডারেল পররাষ্ট্র নীতির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। খলিল অবশ্য প্রশাসনের বিরুদ্ধে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করেছেন।
৮ মার্চ খলিলের ছেলের জন্ম হয়। এর আগেই অবশ্য খলিলকে গ্রেপ্তার করা হয়। ফিলিস্তিনিপন্থি আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তার গ্রীন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী এমন কোনো ব্যক্তি যে কিনা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, তার কর্মকাণ্ড মার্কিন পররাষ্ট্র নীতির স্বার্থের প্রতিকূল হলে তাকে দেশ থেকে বহিষ্কার করার ক্ষমতা দেয়া হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.