05/29/2025 অনুষ্ঠিত হলো মুনা নিউ ইয়র্ক সাউথ জোনের দিনব্যাপী এডুকেশন ক্যাম্প
মুনা সাংগঠনিক ডেস্ক
২৭ মে ২০২৫ ১৭:৫৯
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক সাউথ জোনের উদ্যোগে গত ২৫ মে রোববার অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এডুকেশন ক্যাম্প। জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদ উল্লাহর সভাপতিত্বে এডুকেশন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা ড. মোহাম্মদ রুহুল আমিন।
এডুকেশন ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন জোন সেক্রেটারি এ কে এম সাইফুল আলম, মুনা ন্যাশনাল সোসাল সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোশারফ মাওলা সুজন, মিডিয়া বিভাগ দায়িত্বশীল আমিনুর রসুল জামশেদ, মানব সম্পদ বিভাগের পরিচালক বেলাল উদ্দিন, সিটি লাইন চ্যাপ্টার সভাপতি রুহুল আম্বিয়া সুমন, ব্রুকলিন ইস্টের সভাপতি মুতাসিম বিল্লাহ সিরাজী, ওজন পার্কের সভাপতি আব্দুজ জব্বার প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা ড. মোহাম্মদ রুহুল আমিন বলেন, আল্লাহ যে তাঁর দ্বীনের জন্য আমাদের বাছাই করেছেন, এটি আমাদের জন্য মহান আল্লাহর এক বিশাল নিয়ামাত। এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। দ্বীন প্রচারের জন্য আল্লাহ রাসুল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। কিন্তু আমরা আজ সে দ্বীন প্রচারে গাফিলতি প্রদর্শন করছি, এটা অনভিপ্রেত।
তিনি বলেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম সীমাহীন কষ্ট করেছেন। এসময় তিনি হযরত আনাস বিন নাওফ (রাঃ) এর দৃষ্টান্তমূলক ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমাদের এই আমেরিকায়ই হয়তো তাঁর কোন পরিকল্পনা রয়েছে, যা আমরা জানি না। সুতরাং আমরা যাতে মহান প্রভুর দাসত্বের পথে অবিচল থাকতে পারি, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মোহাম্মদ রসুল
বার্তা প্রেরক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.