07/03/2025 ২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ কার্বন নিঃসরণ করবে ইইউ : প্রস্তাব
মুনা নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫ ২০:২৮
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৯০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। তবে এই পরিকল্পনা অনুমোদনের আগে সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ বিবেচনায় নমনীয়তার সুযোগ রাখা হয়েছে।
ব্রাসেলস থেকে এএফপি জানায়, বহুল প্রতীক্ষিত এই লক্ষ্য নির্ধারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
যেসব দেশ আপত্তি জানাতে পারে, তাদের সমর্থন পেতে ইউরোপীয় কমিশন প্রস্তাব করেছে, ২০৩৬ সাল থেকে সদস্য দেশগুলো ইউরোপের বাইরের প্রকল্পে বিনিয়োগ করে অর্জিত কার্বন ক্রেডিটের সর্বোচ্চ তিন শতাংশ নিজেদের নিঃসরণ কমানোর হিসাবে গণনা করতে পারবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.