07/03/2025 স্প্যানিশ স্টিল কোম্পানি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করলো
মুনা নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫ ২৩:১৩
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে স্পেনের স্টিল উৎপাদনকারী কোম্পানি সিডেনর। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ওই তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়েছে, গত বছর আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ বলেছে, দশ মাসে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারি কোম্পানি আইএমআই সিস্টেমের কাছে ১ হাজার ২০৭ টনের স্টিলের বার বিক্রি করেছে সিডেনর। ইউরোপের বৃহত্তম বিশেষায়িত ইস্পাত প্রস্তুতকারকদের মধ্যে একটি হলো সিডেনর।
স্পেনের গণমাধ্যম ক্যাদেনা সের জানিয়েছে, ওই সিদ্ধান্তের ফলে খুব সামান্যই আর্থিক ক্ষতি হবে। কারণ ইসরায়েল থেকে সিডেনরের মোট বিক্রির মাত্র ০.৫ শতাংশ আসে। সিডেনর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত স্পেনের সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ স্প্যানিশ সরকার ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে।
স্পেনের সরকারের তরফে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণ শুরুর পর থেকে দেশটি ইসরায়েলের সঙ্গে সকল প্রকার অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। তবে কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েকটি চুক্তি এখনও চালু আছে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের সোচ্চার দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম।
গত বছর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্পেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে ব্যর্থ হওয়ায় গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.