07/05/2025 ২৪৯তম স্বাধীনতা দিবস আজ
মুনা নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫ ১৫:৫৮
আজ ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালে স্বাধীন হওয়ার স্মৃতি স্মরণে দেশবাসী এবার ২৪৯তম বার্ষিকী উদযাপন করছে। ১৭৭৬ সালের ২রা জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দু'দিন পর ৪ই জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছর উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। বরাবরের মতো এবারও স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও কনসার্টের। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে থাকবে চোখ ধাঁধানো আতশবাজি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিবসটি অতিবাহিত করবেন হোয়াইট হাউসে বিশিষ্টজনদের সঙ্গে। ওয়াশিংটন ডিসিতে জাতীয় স্মৃতিসৌধের সামনে আতশবাজিও তিনি প্রত্যক্ষ করতে পারেন বলে জানা গেছে।
এদিকে, নিউইয়র্ক সিটিতে শুক্রবার সন্ধ্যায় জমকালো আতশবাজি অনুষ্ঠিত হবে। ৪০ লাখের বেশি মানুষ এবারও ইস্ট রিভারের চারটি বার্জ থেকে চোখ ধাধানো এই আতশবাজি প্রত্যক্ষ করবেন বলে আয়োজক বাণিজ্যিক সংস্থা ‘ম্যাসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, আটলান্টিক সিটিসহ ৫০টি স্টেটের বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, মায়ামি, লসএঞ্জেলেস, শিকাগো, টেক্সাসসহ বিভিন্ন সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও পারিবারিক এবং সামাজিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.