07/08/2025 জান্তা-বিরোধীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ মিয়ানমারে, ভারতমুখি শরনার্থীর ঢল
মুনা নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫ ২২:৪২
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে প্রচণ্ড সংঘর্ষের ফলে গত চার দিনে প্রায় ৪ হাজার মানুষ ভারতে পালিয়ে এসেছে বলে জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের কর্মকর্তারা।
মিজোরাম রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভানলালমাওইয়া এএফপিকে জানান, সীমান্ত ঘেঁষা ঘন বনাঞ্চল পেরিয়ে এসব শরণার্থী ভারতে প্রবেশ করেছে। তারা মিয়ানমারের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র চিন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থেকে পালিয়ে এসেছে। তিনি বলেন, ‘অনেকের আত্মীয়স্বজন ভারতের দিকেই থাকেন, ফলে তারা সেখানেই অবস্থান করছেন। অন্যদের স্থানীয় কমিউনিটি হলে আশ্রয় দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে এবং এরই মধ্যে মিজোরাম রাজ্যে ৩০ হাজারের বেশি মিয়ানমার শরণার্থী আশ্রয় নিয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত চার দিনে আনুমানিক ৪ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে।’
পুলিশ জানিয়েছে, সেনা শাসন বিরোধী এই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে চিনল্যান্ড অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে লড়াই অব্যাহত রয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘সীমান্তের ওপারে পরিস্থিতি এখনো উত্তপ্ত, তাই আমরা তাদের ফিরে যেতে বলিনি।’
চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইলেও সেনা অভ্যুত্থান নিয়ে দেশটি প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.