07/09/2025 আমিরাতের গোল্ডেন ভিসা আবেদন সহজ করা হলো বাংলাদেশিদের জন্য
মুনা নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৫ ০২:১১
বাংলাদেশি নাগরিকদের জন্য এক সুসংবাদ। নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে এখন তারাও দূর থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকর্ষণীয় গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিএফএস গ্লোবাল, বাংলাদেশের রায়াদ গ্রুপের সঙ্গে যৌথভাবে ঢাকায় চালু করেছে বিশেষ অভিবাসন পরামর্শক সেবা। সেখান থেকে বাংলাদেশি নাগরিকদের এই ১০ বছরের রেসিডেন্সি ভিসার আবেদন প্রক্রিয়ায় সাহায্য করবে।
এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা, পেশাজীবী, বিনিয়োগকারী ও সৃজনশীল ব্যক্তিরা ব্যক্তিগত পরামর্শ নিয়ে আবুধাবি কিংবা দুবাইতে রিয়েল এস্টেটে বিনিয়োগ বা ব্যবসা প্রতিষ্ঠা ছাড়াই সরকারি মনোনয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি (১০ বছর মেয়াদি) বসবাসের সুযোগ পাচ্ছেন।
গোল্ডেন ভিসা পেতে আগ্রহী ব্যবসায়ী, বিজ্ঞানী, প্রভাবশালী ব্যক্তি, ইনফ্লুয়েন্সার, শিল্পী ও অন্য যোগ্য আবেদনকারীরা এখন ওয়ান ভাস্কো ইউএই গোল্ডেন ভিসা পোর্টাল (One Vasco UAE Golden Visa Portal) ভিজিট করে বা নির্দিষ্ট হেল্পলাইনে কল করে পেশাদার সহায়তা নিতে পারবেন।
ভিএফএস গ্লোবাল জানায়, এটি হলো ঢাকায় তাদের সদ্য প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স-এর প্রথম সেবা চালু। তারা ভিএফএস ইটিএম ও রায়াদ গ্রুপের সঙ্গে যৌথভাবে এটা চালু করেছে। এই সেন্টারে উন্নত ‘জেনারেটিভ এআই প্রযুক্তি ও অভিজ্ঞ আইন পরামর্শকদের সহায়তায় ভিসা প্রক্রিয়াগুলো আরও সহজ, স্বচ্ছ ও আইনি নিয়মে পরিচালিত হবে।
গোল্ডেন ভিসাপ্রাপ্তরা তাদের স্বামী/স্ত্রী, সন্তান (প্রাপ্তবয়স্ক সন্তানসহ), এমনকি বাবা-মাকেও স্পন্সর করে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করাতে পারবেন। ফলে যারা পরিবারসহ আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প।
দক্ষিণ এশিয়ায় ভিএফএস গ্লোবালের প্রধান পরিচালনা কর্মকর্তা ইয়ুমি তালওয়ার বলেন, আমরা মনে করি, বিশেষ করে ইউএই গোল্ডেন ভিসার জন্য বাংলাদেশে অভিবাসন পরামর্শ সেবার চাহিদা ব্যাপক। গ্রাহককেন্দ্রিক নীতির অংশ হিসেবে আমরা এই সেবা চালু করতে পেরে আনন্দিত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.