07/11/2025 ব্রাজিলের বিরুদ্ধে ৫০%সহ নতুন সাত দেশের জন্য শুল্কহার ঘোষণা ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
১০ জুলাই ২০২৫ ২২:০৯
নতুন করে সাতটি দেশের বিরুদ্ধে নতুন করে শুল্কহার আরোপ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো ফিলিপাইন, ব্রুনেই, মলদোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলংকা। এসব দেশের সরকারের উদ্দেশে বুধবারই তিনি চিঠি পাঠিয়েছেন। তবে ব্রাজিলের ওপর শতকরা ৫০ ভাগ শুল্ক বসানোর কথা পরিকল্পনা করছেন ট্রাম্প।
এর আগে সোমবার বাংলাদেশ সহ ১৪টি দেশের ওপর শুল্ক আরোপ করে চিঠি দেন। ফলে মোট এমন শুল্ক আরোপ করা হলো ২১টি দেশের ওপর। তবে ব্রাজিলের ওপর শতকরা ৫০ ভাগ শুল্ক আরোপের কারণ ট্রাম্প চান ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বিরুদ্ধে বিচার বন্ধ করতে। এর ফলে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের তথা ট্রাম্পের উত্তেজনা আরও বেড়ে গেল।
স্থানীয় প্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলোকে ব্রাজিল ‘অ্যাটাক’ করছে বলে ট্রাম্পের অভিযোগ। একই সঙ্গে ব্রাজিলের উগ্র ডানপন্থি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘উইচহান্ট’ বা জাদুবিদ্যা চর্চার অভিযোগ করেছেন ট্রাম্প। উল্লেখ্য, ২০২২ সালে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেয়ার অভিযোগে বিচার হচ্ছে বলসোনারোর। কিন্তু ট্রাম্পকে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, যদি ব্রাজিলের ওপর ট্যারিফ বাড়ানো হয়, তবে তার পাল্টা জবাব দেয়া হবে।
তিনি আরও বলেন, ব্রাজিলের বিচার ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এর আগেই এই সপ্তাহে ট্রাম্প ও লুলার মধ্যে বলসোনারো বিচারের প্রসঙ্গে বাগযুদ্ধ হয়। তখন লুলা বলেন, ব্রাজিল কোনো হস্তক্ষেপ মেনে নেবে না, আর কেউই আইনের ঊর্ধ্বে নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার আরও জানান, ব্রাজিলের কপার আমদানির ওপর শতকরা ৫০ ভাগ ট্যারিফ আগামী ১লা আগস্ট থেকে কার্যকর হবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা বিবেচনায় নেয়া হয়েছে। এ সপ্তাহেই তিনি বিশ্বের ২২টি দেশে চিঠি পাঠিয়েছেন, যার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া এবং শ্রীলঙ্কা রয়েছে।
এ চিঠিগুলোতে তিনি বলেন, তাদের পণ্যের ওপর নতুন ট্যারিফ ১লা আগস্ট থেকে কার্যকর হবে। তবে ব্রাজিলকে দেয়া বার্তাটি ছিল অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ও লক্ষ্যভিত্তিক। এই চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ব্রাজিল থেকে আমদানির ওপর পূর্বঘোষিত শতকরা ১০ ভাগ ট্যারিফ থেকে তা বাড়িয়ে ৫০ ভাগ করা হবে। ট্রাম্প বলেন, বর্তমান শাসনের গুরুতর অন্যায় শুধরাতে এই ৫০ ভাগ শুল্ক জরুরি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.