07/11/2025 নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পরিবহন মন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
১০ জুলাই ২০২৫ ২২:৩২
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পরিবহন মন্ত্রী শন ডাফিকে মহাকাশ সংস্থা নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রযুক্তি খাতে একজন বিলিয়নিয়ার ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের একজন ঘনিষ্ঠ মিত্র নাসার মনোনয়ন প্রত্যাহার করার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট তার ট্রুথ সোস্যাল প্লাটফর্মে লিখেছেন যে ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মহান পরিবহন মন্ত্রী শন ডাফিকে নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছি’। ডাফির এয়ার ট্রাফিক কন্ট্রোল আধুনিকায়নে কাজের প্রশংসা করেন ট্রাম্প আরও বলেন, তিনি আরও গুরুত্বপূর্ণ মহাকাশ সংস্থার একজন দুর্দান্ত নেতা হবেন। এমনকি অল্প সময়ের জন্য হলেও।
গত ৩১ মে ট্রাম্প নাসার প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাক ম্যানের মনোনয়ন প্রত্যাহার করেন। ৪২ বছর বয়সী আইজ্যাক ম্যান একজন অনলাইন পেমেন্ট উদ্যোক্তা এবং বেসরকারিভাবে মহাকাশে অভিযান চালানো প্রথম ব্যক্তি। যিনি স্পেসএক্সের সঙ্গে উচ্চপ্রোফাইল সহযোগিতার মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ অভিযানের এক শীর্ষ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
ট্রাম্প ৬ জুলাই ট্রুথ সোস্যাল প্লাটফর্মে এ পোস্ট করে বলেন, ‘আমি এটি জানতে পেরে বিস্মিত হয়েছি যে তিনি একজন রীতিমতো ডেমোক্র্যাট, যিনি কখনোই কোনো রিপাবলিকান প্রার্থীর পক্ষে অবদান রাখেননি। তিনি আরও লেখেন, ‘আমি মনে করি, এটা অনুচিত যে ইলনের এত ঘনিষ্ঠ একজন বন্ধুকে নাসার প্রধান করা। যখন নাসা ইলনের ব্যবসায়িক জগতে এত বড় একটি অংশ জুড়ে রয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এক সময় ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই এর প্রধান হিসেবে প্রায় অপরিহার্য ছিলেন। তবে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ অভ্যন্তরীণ নীতির বিশাল বিল নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.