07/12/2025 চিকিৎসা সেবায় সেরা তালিকায় বিশ্বের যে ১৫ টি হাসপাতাল
মুনা নিউজ ডেস্ক
১১ জুলাই ২০২৫ ১৮:৩৮
নিজের বা প্রিয়জনের চিকিৎসার জন্য হাসপাতাল বেছে নিতে অনেককেই ঝক্কি পোহাতে হয়। হাসপাতাল বেছে নেওয়ার সিদ্ধান্ত খুব কমই গুরুত্ব দিয়ে দেখা হয়। আবার অনেকেই এ সিদ্ধান্ত নিতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিশ্বমানের চিকিৎসাসেবা কোথায় পাওয়া যায়, সে সম্পর্কে সহজে তথ্য পাওয়া গেলে এ সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়।
গ্লোবাল ডেটা প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বিশ্বব্যাপী হাসপাতালের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৯৭৭–এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিপুলসংখ্যক হাসপাতালের মধ্যে সঠিকটি বেছে নেওয়া কঠিন। কারণ, বেশির ভাগ হাসপাতালই পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরতে ব্যর্থ হয়।
এ সমস্যা সমাধানে ও রোগীদের সেরা চিকিৎসাসেবা খুঁজে পেতে সহায়তা করতে নিউজউইক ও স্ট্যাটিস্টা যৌথভাবে ২০২৫ সালে বিশ্বের সেরা হাসপাতালগুলোর একটি তালিকা করেছে। তালিকায় ২৫০টি হাসপাতাল আছে। এই তালিকায় বিশ্বের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর পাশাপাশি দেশভিত্তিক সেরা হাসপাতালগুলোর র্যাঙ্কিংও আছে। যেন ভিন্ন ভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী তথ্য খুঁজে পাওয়া সহজ হয়।
চলতি বছরের র্যাঙ্কিংয়ে ৩০টি দেশের সেরা হাসপাতালগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইসরায়েল, ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এসব দেশ নির্বাচন করা হয়েছে বিভিন্ন তুলনামূলক মানদণ্ডে-যেমন জীবনযাত্রার মান, গড় আয়ু, জনসংখ্যার পরিধি, হাসপাতালের সংখ্যা ও তথ্য পাওয়ার সহজলভ্যতার ভিত্তিতে।
চলতি বছর ২ হাজার ৪০০ -এর বেশি হাসপাতাল র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। তবে তালিকায় বিশ্বব্যাপী সেরা ২৫০টি হাসপাতালকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। সেখান থেকে সেরা ১৫টি হাসপাতাল নিয়ে এই আয়োজন:
১.মায়ো ক্লিনিক, যুক্তরাষ্ট্র
মায়ো ক্লিনিকের প্রধান ও সবচেয়ে বড় ক্যাম্পাসটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টার শহরে। হাসপাতালটি মিনিয়াপলিস ও সেন্ট পলের শহর থেকে মাত্র ৯০ মিনিট দক্ষিণে অবস্থিত। বিভিন্ন দেশে থেকে আসা রোগীদের মায়ো ক্লিনিক ১০০ বছরের বেশি সময় ধরে নিরাপদভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছে।
২.ক্লিভল্যান্ড ক্লিনিক, যুক্তরাষ্ট্র
বিশ্বের সেরা হাসপাতালের তালিকার ২ নম্বরে আছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিক। এ হাসপাতাল অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে অবস্থিত। এটি হৃদ্রোগের চিকিৎসার জন্য বেশ জনপ্রিয়।
৩. টরন্টো জেনারেল-ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক, কানাডা
তালিকার তৃতীয় অস্থানে আছে কানাডার টরন্টো জেনারেল-ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক। এটি কানাডার শীর্ষস্থানীয় একটি হাসপাতাল। এ হাসপাতালে হৃদ্রোগ ও অঙ্গ প্রতিস্থাপনসহ জটিল রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।
৪. দ্য জনস হপকিনস হাসপাতাল, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে অবস্থিত দ্য জনস হপকিনস হাসপাতাল নিউজউইকের সেরা হাসপাতালের তালিকার চতুর্থ অবস্থানে আছে। ১২৫ বছরের বেশি সময় ধরে দ্য জনস হপকিনস হাসপাতাল রোগনির্ণয় ও চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এটি জনস হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সঙ্গে যুক্ত একটি হাসপাতাল। এ হাসপাতালের অন্তর্ভুক্ত আছে জনস হপকিনস চিলড্রেনস সেন্টার ও জনস হপকিনস কিমেল ক্যানসার সেন্টার।
৫. ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটাল, সুইডেন
ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটাল সুইডেনের স্টকহোমে অবস্থিত। ইউরোপের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে এটি একটি। এর লক্ষ্য হলো চিকিৎসাসেবা, গবেষণা এবং শিক্ষার উন্নয়ন ও পরিচালনা করা।
৬. ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল অবস্থিত। হাসপাতালটি নিউজউইকের সেরা হাসপাতালের তালিকার ষষ্ঠ অবস্থানে থাকলেও এটি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে (২০২৪-২৫) দেশটির সেরা হাসপাতালের তকমা পেয়েছে।
৭. চ্যারিটি-ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন, জার্মানি
ইউরোপের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোর মধ্যে একটি জার্মানির চ্যারিটি-ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন। এখানে চিকিৎসক ও বিজ্ঞানীরা আন্তর্জাতিক সর্বোচ্চ মানে চিকিৎসা, গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। জার্মানিতে চিকিৎসাবিজ্ঞান ও শারীরবৃত্তীয় বিষয়ে নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে অর্ধেকের বেশি এসেছেন এ প্রতিষ্ঠান থেকেই। তাঁদের মধ্যে রয়েছেন এমিল ফন বেয়ারিং, রবার্ট কখ ও পল এহরলিখ। এ বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিশ্বব্যাপী একটি উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
৮. সেবা মেডিকেল সেন্টার, ইসরায়েল
ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাসপাতাল। রামাত গান এলাকায় ১৫০ একর জায়গাজুড়ে অবস্থিত এ ক্যাম্পাসে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়াসহ গবেষণা করা হয়।
৯. সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ), সিঙ্গাপুর
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল একটি প্রযুক্তিনির্ভর, শিক্ষা ও গবেষণাকেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিত। এশিয়ার সেরা হাসপাতালগুলোর মধ্যে এটি শীর্ষে অবস্থান করছে। এটি সিঙ্গাপুরের বৃহত্তম টারশিয়ারি বা তৃতীয় স্তরের হাসপাতাল।
১০. ইউনিভার্সিটি হাসপাতাল জুরিখ, সুইজারল্যান্ড
নিউজউইকের সেরা হাসপাতালের তালিকার ১০ নম্বরে আছে সুইজারল্যান্ডের জুরিখ শহরের ইউনিভার্সিটি হাসপাতাল জুরিখ (ইউএসজেড)। এটি সুইজারল্যান্ডের অন্যতম বৃহৎ এবং শীর্ষস্থানীয় চিকিৎসাকেন্দ্র। প্রাথমিক সেবা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক চিকিৎসাসেবা দেওয়া হয় এ হাসপাতালে।
১১. অ্যাপোলো হাসপাতাল, ভারত
ভারতের চেন্নাইতে অবস্থিত অ্যাপোলো হাসপাতাল, একটি বিশিষ্ট স্বাস্থ্যসেবা গোষ্ঠী যা সারা দেশে তার হাসপাতাল নেটওয়ার্কের জন্য পরিচিত। তার ব্যাপক চিকিৎসা পরিষেবা, উন্নত প্রযুক্তি এবং অত্যন্ত দক্ষ চিকিৎসা পেশাদারদের জন্য স্বীকৃত, অ্যাপোলো হাসপাতাল ভারতের স্বাস্থ্যসেবা ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উৎকর্ষতা, রোগী-কেন্দ্রিক যত্ন এবং চলমান চিকিৎসা উদ্ভাবনের প্রতি এই গোষ্ঠীর প্রতিশ্রুতি এটিকে বিশ্বব্যাপী সেরা হাসপাতাল নেটওয়ার্কগুলির মধ্যে একটি হিসাবে স্থান দিয়েছে।
১২. কিংস কলেজ হাসপাতাল, যুক্তরাজ্য
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কিংস কলেজ হাসপাতাল একটি বিখ্যাত প্রতিষ্ঠান যা তার ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা পরিষেবা এবং চিকিৎসা গবেষণার জন্য পরিচিত। হাসপাতালটি হৃদরোগের যত্ন, প্রতিস্থাপন এবং স্নায়ুবিজ্ঞান সহ বিস্তৃত বিশেষায়িত পরিষেবা প্রদান করে, যা বিশ্বজুড়ে রোগীদের উচ্চমানের চিকিৎসা প্রদান করে। চিকিৎসা উৎকর্ষতা, উদ্ভাবন এবং বহুমুখী সহযোগিতার প্রতি কিংস কলেজ হাসপাতালের প্রতিশ্রুতি এটিকে বিশ্বব্যাপী সেরা হাসপাতালগুলির মধ্যে স্থান করে দিয়েছে।
১৩. আসান মেডিকেল সেন্টার, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত আসান মেডিকেল সেন্টার এই অঞ্চলের একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। উন্নত চিকিৎসা প্রযুক্তি, বিশেষায়িত কেন্দ্র এবং নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য বিখ্যাত, আসান মেডিকেল সেন্টার চিকিৎসা পরিষেবার একটি বিস্তৃত পরিসর প্রদান করে। রোগীর যত্ন, অত্যাধুনিক চিকিৎসা এবং গবেষণার অগ্রগতির প্রতি এই হাসপাতালের প্রতিশ্রুতি বিশ্বব্যাপী সেরা হাসপাতালগুলির মধ্যে একটি হিসাবে তার খ্যাতি প্রতিষ্ঠা করেছে।
১৪. বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল, থাইল্যান্ড
থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল তার ব্যতিক্রমী স্বাস্থ্যসেবার মানদণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। হাসপাতালের বিস্তৃত চিকিৎসা পরিষেবা, উন্নত প্রযুক্তি এবং বিখ্যাত বিশেষজ্ঞরা এটিকে চিকিৎসা পর্যটকদের জন্য একটি পছন্দের গন্তব্যে পরিণত করেছে। বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল তার অনুকরণীয় রোগীর যত্ন, অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতির জন্য পরিচিত।
১৫. সেন্ট জুড চিলড্রেন'স রিসার্চ হাসপাতাল, মার্কিন যুক্তরাষ্ট্র
টেনেসির মেমফিসে অবস্থিত সেন্ট জুড চিলড্রেন'স রিসার্চ হাসপাতাল শিশু যত্ন এবং গবেষণায় বিশ্বব্যাপী নেতা হিসেবে একটি অনন্য অবস্থান ধারণ করে। জটিল এবং প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞ, সেন্ট জুডের সহযোগিতামূলক পদ্ধতি, অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং পরিবারের অর্থ প্রদানের ক্ষমতা নির্বিশেষে যত্ন প্রদানের অটল প্রতিশ্রুতি এটিকে একটি অতুলনীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। এর অগ্রণী গবেষণা এবং সহানুভূতিশীল যত্ন বিশ্বব্যাপী শিশু হাসপাতালগুলির জন্য মান নির্ধারণ করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.