07/13/2025 আবারও ডেমোক্র্যাটদের তহবিল সংগ্রহে তৎপর হয়েছেন ওবামা
মুনা নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৫ ২২:৩৭
আসন্ন নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়াতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও তহবিল সংগ্রহের কাজে নেমে পড়েছেন। শুক্রবার রাতে নিউ জার্সির রেড ব্যাংকে একটি ইভেন্টে অংশ নেন তিনি। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ওবামার সঙ্গে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) চেয়ারম্যান কেন মার্টিনেরও যোগ দেওয়ার কথা ছিল। সম্প্রতি, ডিএনসির নেতৃত্ব নিয়ে বেশ কিছু সমস্যা প্রকাশ্যে আসার পর এই ইভেন্টটি অনুষ্ঠিত হলো।
২০২৫ সালের শেষের দিকে ও ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনকে সামনে রেখেই তহবিল সংগ্রহের কাজে নেমে পড়েছে ডেমোক্র্যাট শিবির। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে প্রার্থীও দিয়েছে ডেমোক্র্যাটরা। যেমন—নিউইয়র্ক সিটির প্রাথমিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন জোহরান মামদানি। অন্যদিকে, নিউ জার্সির প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীকে হারিয়ে শক্ত অবস্থানে আছেন ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী রেপ মিকি শেরিল।
আসন্ন নির্বাচনগুলোতে ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়াতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও তহবিল সংগ্রহের কাজে নেমে পড়েছেন। শুক্রবার রাতে নিউ জার্সির রেড ব্যাংকে একটি ইভেন্টে অংশ নেন তিনি। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ওবামার সঙ্গে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) চেয়ারম্যান কেন মার্টিনেরও যোগ দেওয়ার কথা ছিল। সম্প্রতি, ডিএনসির নেতৃত্ব নিয়ে বেশ কিছু সমস্যা প্রকাশ্যে আসার পর এই ইভেন্টটি অনুষ্ঠিত হলো।
২০২৫ সালের শেষের দিকে ও ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনকে সামনে রেখেই তহবিল সংগ্রহের কাজে নেমে পড়েছে ডেমোক্র্যাট শিবির। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে প্রার্থীও দিয়েছে ডেমোক্র্যাটরা। যেমন—নিউইয়র্ক সিটির প্রাথমিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন জোহরান মামদানি। অন্যদিকে, নিউ জার্সির প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীকে হারিয়ে শক্ত অবস্থানে আছেন ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী রেপ মিকি শেরিল।
অ্যাক্সিওসের প্রাপ্ত আমন্ত্রণপত্র অনুযায়ী, এই তহবিল সংগ্রহের অনুষ্ঠানটি গার্ডেন স্টেটে বিদায়ী গভর্নর ফিল মারফি ও তাঁর স্ত্রী ট্যামি মারফি আয়োজন করেছিলেন। নভেম্বরে রাজ্যের গভর্নর এবং রাজ্য আইনসভার নির্বাচন সামনে রেখেই এই ইভেন্টের আয়োজন করা হয়। ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী রেপ মিকি শেরিলও মারফি দম্পতির মিডলটাউনের বাড়িতে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন।
নিউ জার্সি গ্লোবের তথ্য অনুসারে, এই ইভেন্ট থেকে ১৫ লাখ ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে, যার কিছু অংশ এই শরতে নিউ জার্সিতে ব্যয় করা হবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনগুলোকে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে দলগুলোর একে অপরের শক্তি পরিমাপের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
গ্লোবের তথ্য অনুযায়ী, মারফির জাতীয় রাজনীতিতে পথচলা শুরু হয়েছিল ডিএনসির ফিন্যান্স চেয়ারম্যান হিসেবে। ডিনারের সময় তাঁর বক্তব্যে তিনি একটি শক্তিশালী দলীয় অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং তাঁর রাজ্যে দলের বিনিয়োগের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন। মারফি ওবামাকে গার্ডেন স্টেটের ‘অবস্থা’ সম্পর্কে জানান। তিনি ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী রেপ মিকি শেরিল সম্পর্কেও কিছু কথা বলেন। শেরিল গভর্নর হিসেবে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর প্রাথমিক লড়াইয়ে জয়ী হয়েছেন। প্রসঙ্গত, ওবামা প্রশাসনের সময় মারফি জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপে ভোটাররা ডেমোক্র্যাটদের ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ এবং ‘দুর্বল’ বলে অভিহিত করছে। প্রেসিডেন্ট নির্বাচনের পর ডেমোক্র্যাটদের নিয়ে একটি সমালোচনা ছড়িয়ে পড়েছিল। সে সময় অনেকেই বলেছেন, ডেমোক্র্যাটরা সাধারণ জনগণ ও শ্রমিক শ্রেণি থেকে তাঁদের মনোযোগ সরিয়ে নিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.