07/15/2025 গণমাধ্যম কর্মীদের সম্মানে মুনা'র নৈশভোজ
মুনা সাংগঠনিক ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ২০:৩৪
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) - নর্থ জোনের উদ্যোগে মিশিগানে কর্মরত প্রবাসী গণমাধ্যম কর্মীদের সম্মানে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। ১৩ জুন, রবিবার ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে এ সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুনা নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিন সিপিএ এবং পরিচালনা করেন নর্থ জোন মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর সাহেদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর আনিসুর রহমান গাজী।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মুনা অফিস ও সেন্টারের ডিরেক্টর অলিউর রহমান, মুনা প্রকাশনা বিভাগের ডিরেক্টর খায়রুল হাসান রফিক, ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, এবং ওয়ারেন নর্থ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ ইদ্রিস আলী।
গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন প্রতিনিধি হেলাল উদ্দীন রানা, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, ডিবিসি নিউজ প্রতিনিধি আশিকুর রহমান, টিবিএন২৪ প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, বাংলাভিশন প্রতিনিধি সাহেল আহমেদ, সাংবাদিক মোহাম্মদ উবায়দুল্লাহ, দৈনিক জালালাবাদ পত্রিকার সুলায়মান আল মাহমুদ।
প্রধান অতিথি আনিসুর রহমান গাজী সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া তিনি মুনার কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং আসন্ন মুনা কনভেনশন-২০২৫ সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাহেদুল ইসলাম
নর্থ জোন মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.