07/16/2025 ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
মুনা নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫ ২৩:১২
পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। যুদ্ধকালীন সময় সরকারে রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির উপ-প্রধানমন্ত্রী সভিরিডেনকোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট।
সভিরিডেনকো এর আগে অর্থমন্ত্রীর দায়িত্বপালন করেছেন। এছাড়া তিনি জেলেনস্কির বেশ ঘনিষ্ঠ মিত্রদের একজন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স থেকে জানানো হয়, ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেছেন শ্যামিহাল। এরপর তাকে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগ দিতে পারেন জেলেনস্কি।
এদিকে চলতি সপ্তাহের শেষের দিকে সভিরিডেনকোর মনোনয়নের ওপর ভুটাভুটি করবে পার্লামেন্ট। ইতিমধ্যেই আগামী ছয়মাসের কর্মপরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলাপ সেরে ফেলেছেন জেলেনস্কি। এতে বুঝা যায় সভিরিডেনকোই ইউক্রেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমরা ইতিমধ্যেই নতুন সরকার গঠনের বিষয়ে প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, নতুন সরকারের কাজ হবে দেশীয় অস্ত্র উৎপাদন এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে সংস্কার করা।
২০২২ সালে রাশিয়ার হামলার পর সরকারে এই প্রথম বড় ধরনের কোনো পরিবর্তন করলেন জেলেনস্কি। এর পেছনের কারণ হচ্ছে ইউক্রেনের বাহিনী তাদের পূর্ব সীমান্তে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আর যুদ্ধবিরতির যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা এখন ম্লান হতে শুরু করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.