07/20/2025 আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার অফিস চালু হচ্ছে বাংলাদেশে
মুনা নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ০৭:০৮
বাংলাদেশে মানবাধিকার অফিস খুলতে যাচ্ছে জাতিসংঘ। ইতিমধ্যেই এ বিষয়ে সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। দেশে মানবাধিকার সুরক্ষা এবং অগ্রগতির লক্ষ্যে তিন বছর মেয়াদে চালু হবে এই মিশন।
শুক্রবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মিশন চালুর ক্ষেত্রে সমঝোতা স্মারকে সই করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সই করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার অফিসের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণ-অভ্যুত্থানের ওপর ভয়াবহ দমন-পীড়নের বিষয়ে বিস্তৃত তথ্য অনুসন্ধান পরিচালনায় জাতিসংঘ দেশের বিভিন্ন অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে ভলকার তুর্ক বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে। যা ওই প্রতিশ্রুতির ভিত্তিপ্রস্তর। তিনি আরও বলেন, চুক্তির মাধ্যমে জাতিসংঘের তথ্য-অনুসন্ধান রিপোর্টে উল্লিখিত সুপারিশ বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করবে। পাশাপাশি মৌলিক সংস্কার এগিয়ে নিতে আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা সরকার, সুশীল সমাজ এবং অন্যান্যদের মাঠপর্যায়ের কাজে সহায়ক হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মিশন দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকর রক্ষার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.