07/20/2025 মারা গেছেন ২০ বছর কোমায় থাকা সৌদি যুবরাজ আল-ওয়ালিদ
মুনা নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫ ১৬:৩৪
সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল প্রায় দুই দশক কোমায় থাকার কারণে ঘুমন্ত রাজপুত্র নামে পরিচিত ছিলেন। তিনি ৩৬ বছর বয়সে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সপ্তাহান্তে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।
এই ঘটনা সৌদি আরবসহ বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এক দীর্ঘ ও করুণ অধ্যায়ের সমাপ্তি টেনে দিল। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণের শিকার হয়ে কোমায় চলে যান তিনি। এরপর তাকে রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে নেয়া হয়। সেখানে দীর্ঘ ২০ বছর ধরে ভেন্টিলেটরে ছিলেন। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সত্ত্বেও তার আর জ্ঞান ফেরেনি।
তার মৃত্যু ঘোষণা করে প্রিন্স আল-ওয়ালিদের বাবা সামাজিক মাধ্যমে পবিত্র কোরআনের আয়াত লিখেছেন। তিনি লিখেছেন, আল্লাহর বিধান ও ইচ্ছায় বিশ্বাস রেখে, গভীর দুঃখ ও শোকের সঙ্গে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক জানাচ্ছি। আল্লাহ তার প্রতি রহম করুন।
প্রিন্স খালিদ জানান, জানাজা হবে রবিবার এবং যারা শ্রদ্ধা জানাতে চান তাদের জন্য তিন দিনব্যাপী (রবিবার, সোমবার ও মঙ্গলবার) শোকসভা চলবে। দুর্ঘটনার সময় প্রিন্স আল-ওয়ালিদ একটি সামরিক কলেজের ছাত্র ছিলেন। দুই দশক ধরে পরিবার তার পাশে থেকেছে, তার সুস্থ হয়ে ওঠার আশায়। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রে তার যত্ন নিয়েছে। পরিবার মাঝে মাঝে তার অবস্থা নিয়ে জনসাধারণকে আপডেট দিত।
এপ্রিল মাসে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় তিনি ২০ বছর পর জ্ঞান ফিরে পেয়েছেন। পুরোনো ফুটেজে লেখা যোগ করে এই ভুয়া খবর ছড়ানো হয়, যা অনেকেই বিশ্বাস করেছিলেন। পরে নিশ্চিত করা হয় যে, তিনি তখনও অচেতন ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.