07/21/2025 লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ায় আহত ৩০
মুনা নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫ ১৭:৪৪
লস অ্যাঞ্জেলেসের হলিউড এলাকায় একটি নাইট ক্লাবের বাইরে পথচারী মানুষের ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়, ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পূর্ব হলিউডে ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি দমকলকর্মী পৌঁছেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, ছয়জন গুরুতর এবং ১৯ জন অপেক্ষাকৃত কম আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর আগে কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
এবিসি নিউজ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িচালক চেতনা হারিয়ে একটি নাইটক্লাবের বাইরে জড়ো হওয়া বড় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। তবে এই তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি হলিউডের পরিচিত স্থান যেমন সানসেট বুলেভার্ড এবং ওয়াক অব ফেমের কাছাকাছি এলাকায় ঘটেছে। সেখানে চলচ্চিত্র জগতের ব্যক্তিদের নাম খোদাই করা তারকা চিহ্নযুক্ত হাঁটার পথ রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.