07/23/2025 প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে ইউনেস্কো থেকে সরে গেল যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫ ২০:৪৫
যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব আনা কেলি। বলেছেন, আমেরিকার স্বার্থ বিরোধী উদ্যোগের কারণে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন কেলি।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, আমাদের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে তাদের অভিযোগ হলো- নিজের নির্বাহী বোর্ডকে ‘ইসরাইল-বিরোধী এবং ইহুদি-বিরোধী কর্মকাণ্ড প্রচারের জন্য ব্যবহার করেছে ইউনেস্কো। যার মধ্যে ‘ইহুদিদের পবিত্র স্থানগুলোকে ‘ফিলিস্তিনি বিশ্ব ঐতিহ্য’ হিসেবে মনোনীত করা অন্যতম।
এছাড়া ইউনেস্কোকে চীনপন্থী বলেও অভিযোগ করেছে ট্রাম্পের প্রশাসন। বলেছে, ইউনেস্কোর উপ-মহাপরিচালক জিং কু একজন চীনা নাগরিক। ওয়াশিংটন মনে করে বেইজিংয়ের স্বার্থে বৈশ্বিক মান এগিয়ে নিতে ইউনেস্কোকে ব্যবহার করছেন তিনি।
এদিকে এ বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা ইউএনআরডব্লিউএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।
জাতিসংঘের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। কড়া সমালোচনা করে ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ৯০ দিনের মধ্যে পর্যালোচনা করারও নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট। এর মধ্যে ইউনেস্কো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক মূল্যায়ন করতে বলা হয়।
ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ১৯৮৪ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আমলে অতি রাজনীতিকরণ এবং তহবিল অব্যবস্থাপনার অভিযোগে ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। পরে ২০০৩ সালে পুনরায় সংস্থাটির সঙ্গে যুক্ত হয় দেশটি।
এরপর ২০১৮ সালে প্রথম মেয়াদে ফের ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। ইউনেস্কোর ক্রমবর্ধমান ঋণ, উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা এবং অব্যাহত ইসরাইল-বিরোধী পক্ষপাত সম্পর্কে উদ্বেগের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয় তার প্রশাসন। পরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সংস্থাটির সঙ্গে ২০২৩ সালে যুক্ত হয় যুক্তরাষ্ট্র।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.