07/23/2025 মুনা সাউথ জার্সির ইমাম ও কমিউনিটি লিডার্স গ্যাদারিং অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
২২ জুলাই ২০২৫ ২৩:০২
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) সাউথ জার্সির উদ্যোগে গত ২০ জুলাই, রবিবার মুনা সেন্টার অফ সাউথ জার্সিতে এক বিশেষ ইমাম ও কমিউনিটি লিডার্স গ্যাদারিং (সমাবেশ) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদ। অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল আসন্ন মুনা কনভেনশন ২০২৫-এ অংশগ্রহণ করতে ইমাম ও কমিউনিটি নেতৃবৃন্দকে ফ্রি রেজিস্ট্রেশনে উৎসাহিত করা।
মুনা সাউথ জার্সির এই মহতি উদ্যোগ স্থানীয় কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার আবহ গড়ে উঠে, যা মুনার ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব বিকাশে অঙ্গীকারের প্রতিফলন।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.