07/25/2025 আগামী সপ্তাহে স্টকহোমে বসছে চীন ও যুক্তরাষ্ট্রের বানিজ্য আলোচনা
মুনা নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫ ২১:৪৯
বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার বলেছেন যে, তিনি আগামী সপ্তাহে সুইডেনে তার চীনা সমকক্ষদের সাথে দেখা করবেন যাতে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অব্যাহত থাকে। তিনি পরামর্শ দেন যে, একে অপরের উপর লক্ষ্য করে দেয়া আকাশচুম্বী শুল্কের বর্তমান স্থগিতাদেশ বাড়ানো যেতে পারে।
জেনেভা এবং লন্ডনে চীনা ভাইস প্রিমিয়ার হে লাইফেংয়ের সাথে মুখোমুখি আলোচনার পর বেসেন্ট ফক্স বিজনেসকে বলেছেন যে, আগস্টের মাঝামাঝি সময়ের পরে স্থগিতাদেশের সম্ভাব্য বর্ধিতকরণ নিয়ে কাজ করার জন্য তিনি সোমবার এবং মঙ্গলবার স্টকহোমে তৃতীয় দফার উচ্চ-স্তরের আলোচনার জন্য চীনা কর্মকর্তাদের সাথে কথা বলবেন।
বেইজিংও স্টকহোম আলোচনা নিশ্চিত করেছে। এছাড়া সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন মঙ্গলবার এক্স-তে একটি পোস্টে বলেছেন যে, তার দেশ আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-চীন আলোচনার আয়োজন করবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিল ‘পারস্পরিক’ শুল্ক ঘোষণার পর, ওয়াশিংটন এবং বেইজিং একে অপরের রপ্তানির উপর শাস্তিমূলক শুল্ক তিন অঙ্কের শতাংশ স্তরে বাড়িয়েছে। তারপর থেকে, দুই দেশ আলোচনায় লিপ্ত হওয়ার পর বাণিজ্য সম্পর্ক কিছুটা গলতে শুরু করেছে, যার মধ্যে জুনে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে টেলিফোন কলও উল্লেখযোগ্য।
সোমবার বেসেন্ট বলেছেন যে আলোচনা ‘ভালো জায়গায়’ হয়েছে, ওয়াশিংটনে বেইজিংয়ের দূতাবাস আলোচনার বিষয়ে একটি ইতিবাচক ধারণার প্রতিধ্বনি করেছে, যেখানে বলা হয়েছে যে একে অপরের অর্থনৈতিক ও বাণিজ্য উদ্বেগ সমাধানে ‘নতুন অগ্রগতি’ হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.