08/02/2025 নৌকাডুবিতে নাইজেরিয়ায় ৬ শিশুর মৃত্যৃ
মুনা নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫ ১৭:৫৪
নাইজেরিয়ার একটি নৌকাডুবির ঘটনায় ছয় কন্যা শিশু মারা গেছে বলে জানা গেছে। উত্তর নাইজেরিয়ার একটি খামারে কাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাটি ডুবে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে। নাইজেরিয়ার কানো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পুলিশের মুখপাত্র শিইসু আদম জানিয়েছেন, ‘জিগাওয়া রাজ্যের গুনকা গ্রামে ধানক্ষেতে কাজ করার পর ১৫ জন মেয়েকে নদী পার করার সময় নৌকাটি উল্টে যায়। যাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে’। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
আদম বলেন, গতকাল উদ্ধার হওয়া দুজন ছাড়াও আজ আরো চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো সাতজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনের সন্ধান চলছে। আদম অন্ধকারে নৌকা চালানো, পানির উচ্চতা বৃদ্ধি, তীব্র স্রোত, ঝড় এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলার কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে দোষারোপ করেছেন।
তিনি আরো বলেন, যাত্রীদের কাছে কোনও লাইফ জ্যাকেট ছিল না। ক্যাপ্টেন বা নৌকার চালক সাঁতরে নিরাপদে বেরিয়ে এসেছেন এবং পলাতক রয়েছেন। পুলিশ তল্লাশি শুরু করেছে এবং জানিয়েছে, তার বিরুদ্ধে ‘অবহেলা এবং প্রতিষ্ঠিত নিরাপত্তা নিয়ম না মানার’ অভিযোগ আনা হবে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির নৌপথে নৌকা ডুবির ঘটনা সাধারণ, বিশেষ করে বর্ষাকালে এবং প্রায়শই অতিরিক্ত যাত্রী বোঝাই, দুর্বল নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ঘটে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.