08/03/2025 বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে ২০% নির্ধারণ, তবুও কমেনি মোট শুল্কচাপ
মুনা নিউজ ডেস্ক
২ আগস্ট ২০২৫ ১০:২৯
বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৭ আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে বলে হোয়াইট হাউসের এ-সংক্রান্ত আদেশে বলা হয়েছে। নতুন পাল্টা শুল্কসহ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর কত শুল্ক দিতে হবে, তা আবারও আলোচনায় উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৪৪ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। এসব পণ্যের ওপর দেশটি শুল্ক আদায় করেছে ১২৭ কোটি ডলার। অর্থাৎ গত বছর বাংলাদেশের পণ্যে গড়ে শুল্কহার ছিল ১৫ শতাংশ। নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হলে তা ৩৫ শতাংশে উন্নীত হবে।
তবে পণ্যভেদে কার্যকর শুল্কহার ভিন্ন ভিন্ন হবে। কারণ, বর্তমানে যুক্তরাষ্ট্র আমদানি পণ্যভেদে নানা হারে শুল্ক আদায় করে। অর্থাৎ একেক পণ্যের ওপর শুল্কহার একেক রকম। দেশটি পণ্যভেদে শূন্য থেকে ৩৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আদায় করে আসছে এত দিন। পাল্টা শুল্কে তা-ও পাল্টে যাচ্ছে এখন।
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কার্যকর গড় শুল্কহার ছিল ২ দশমিক ৪০ শতাংশ। ট্রাম্পের একের পর এক পদক্ষেপে তা দ্রুত পরিবর্তন হতে থাকে। গত ১ জুন তা ১৫ দশমিক ৬০ শতাংশে উন্নীত হয়। নতুন শুল্ক কার্যকর হলে তা বেড়ে ২০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে বাজেট ল্যাবে আভাস দেওয়া হয়।
বাংলাদেশে গত বছর যুক্তরাষ্ট্রে যেসব পোশাক পণ্য রপ্তানি করেছে, সেগুলোতে শূন্য থেকে সর্বোচ্চ ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক ছিল। তবে পোশাক রপ্তানিতে কার্যকর গড় শুল্কহার ছিল ১৬ দশমিক ৭৭ শতাংশ। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে বাংলাদেশের পোশাক পণ্যে কার্যকর গড় শুল্কহার হবে ৩৬ দশমিক ৭৭ শতাংশ।
পোশাক ছাড়াও যুক্তরাষ্ট্রে জুতা রপ্তানিতে গত বছর কার্যকর গড় শুল্কহার ছিল সাড়ে ৮ শতাংশ। পাল্টা শুল্ক আরোপের ফলে কার্যকর গড় শুল্ক দাঁড়াতে পারে ২৮ দশমিক ৫০ শতাংশ। এই খাতে পণ্যভেদে শূন্য থেকে সর্বোচ্চ ৫৫ শতাংশ শুল্কহার রয়েছে।
হ্যাটস ও হেডগিয়ার রপ্তানিতে কার্যকর গড় শুল্ক রয়েছে সাড়ে ৭ শতাংশ। এখন পাল্টা শুল্ক যুক্ত হলে শুল্কহার বেড়ে দাঁড়াবে সাড়ে ২৭ শতাংশ। এই খাতের পণ্যভেদে শূন্য থেকে সাড়ে ১০ শতাংশ শুল্ক রয়েছে।
চামড়াজাত পণ্যে গত বছর কার্যকর গড় শুল্কহার ছিল ১২ দশমিক ২০ শতাংশ। এখন পাল্টা শুল্ক কার্যকর হলে তার হার বেড়ে দাঁড়াবে ৩২ দশমিক ২০ শতাংশে। চামড়ার পণ্যভেদে শূন্য থেকে ২০ শতাংশ শুল্ক রয়েছে। চামড়া খাতের একটি পণ্য হলো চামড়ার হাতব্যাগ। পণ্যটি রপ্তানিতে এখন শুল্কহার ৯ শতাংশ। পাল্টা শুল্ক আরোপের পর এই পণ্যে মোট শুল্কহার বেড়ে দাঁড়াবে ৩১ শতাংশে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.