08/03/2025 গাজায় ২ দিনে খাবারের সন্ধানে বের হয়ে ১০০ জনেরও বেশি মানুষ নিহত: জাতিসংঘ
মুনা নিউজ ডেস্ক
২ আগস্ট ২০২৫ ১৬:২০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চরম খাদ্য সংকটের মুখে মানুষ যখন খাবারের খোঁজে বের হচ্ছেন তখন তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। মানবিক এই বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওচা) সহকারী মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি আগ্রাসনে গাজায় খাদ্য সংগ্রহের সময় বহু মানুষ নিহত ও আহত হচ্ছেন।
মানবিক বিষয় দেখভালের দায়িত্বে থাকা মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের বরাত দিয়ে তিনি বলেন, গত দুই দিনেই খাবার নেওয়ার চেষ্টার সময় অন্তত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকশ।
ফারহান হক বলেন, আমাদের মানবাধিকার বিভাগের সহকর্মীরা জানাচ্ছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিতরণ কেন্দ্রে বা খাদ্য সহায়তা বহনকারী গাড়িবহরের পাশে এই প্রাণহানির ঘটনা ঘটছে।
তিনি জোর দিয়ে বলেন, কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে খাবার সংগ্রহে বাধ্য না হয়—এটা নিশ্চিত করা উচিত। সাধারণ মানুষের নিরাপত্তা অবশ্যই রক্ষা করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে মানবিক সহায়তা পৌঁছানো সহজতর করতে হবে, বাধাগ্রস্ত নয়।
জাতিসংঘ জানায়, গাজায় টানা কয়েক মাস ধরে ন্যূনতম জীবনধারণের প্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট সমাধানে জরুরি ভিত্তিতে অবাধভাবে মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।
ফারহান হক আরও বলেন, আমাদের মানবিক সহায়তা দলগুলোকে দ্রুত, নিরাপদ এবং বাধাহীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, যাতে তারা সম্মানজনক উপায়ে সহায়তা পৌঁছে দিতে পারে।
ওচা-এর বরাতে তিনি আরও জানান, এখন পর্যন্ত গাজায় যেসব সহায়তা প্রবেশ করেছে, তা মোটেও পর্যাপ্ত নয়। বরং ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশিত রুটগুলোতে এখনও নানারকম বাধা ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। অনেক পথই খুবই ঝুঁকিপূর্ণ, যানজটে আটকে থাকে কিংবা একেবারেই চলাচলের অনুপযোগী।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত ৬০ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। টানা বোমাবর্ষণে গাজা অঞ্চল ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেখানে ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.