08/05/2025 ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ
মুনা নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ১৬:২৯
আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনে পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। বিকেল ৫টায় এই ঘোষণা পাঠের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্ট) বাংলাদেশ এক নজিরবিহীন গণ-অভ্যুত্থানের সাক্ষী হয়। সেই অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতন ঘটে এবং বাংলাদেশের মানুষ নতুন আশার সূর্যোদয় দেখে। বহু শহীদের রক্ত আর সংগ্রামী জনতার ত্যাগের মধ্য দিয়ে রচিত হয় এই ঐতিহাসিক অধ্যায়।
এই বিপ্লবের বর্ষপূর্তিতে আয়োজিত হচ্ছে ‘৩৬ জুলাই উদযাপন’ নামক অনুষ্ঠানমালা, যা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে বিকেল ৫টায় পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা এবং রাত ৮টায় জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর পরিবেশনা থাকবে।
অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
জুলাই ঘোষণাপত্রটি অন্তর্বর্তী সরকার বিএনপিসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত করেছে বলে জানানো হয়েছে। ঘোষণাপত্রটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে- এই বিষয়ে দলগুলোর মধ্যে সম্মতি হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শনিবার দুপুরে এক পোস্টে লেখেন, “আগামী ৫ আগস্ট, বিকেল ৫টায়, গণ-অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’।”
এই আয়োজন ঘিরে রাজধানীতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু একটি অনুষ্ঠান নয়-জাতির নবযাত্রার দিকনির্দেশনাও বটে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.