08/06/2025 যাচাই ব্যতীত সংবাদ শেয়ার ও প্রযুক্তি ব্যবহারে সতর্ক করলেন হারামের ইমাম
মুনা নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ২২:৪৪
বিশ্বজুড়ে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী। জুমার খুতবায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য তথ্য, গুজব ও ভুয়া ফতোয়ার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রযুক্তির সদ্ব্যবহার এবং অপব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করা উচিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো ভুল তথ্য সমাজে বিভক্তি সৃষ্টি করছে এবং অনেকের ব্যক্তিগত সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি মুসলিমদের মনে করিয়ে দেন যে, কে কী শেয়ার করছে, তার জন্য প্রত্যেকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা ফতোয়া ছড়িয়ে আলেমদের সম্মানহানির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, পুরো মুসলিম সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। ইচ্ছাকৃতভাবে প্রযুক্তি ব্যবহার করে সমাজে ভ্রান্ত বার্তা ছড়ানো যেন এক প্রকার নৈতিক অপরাধে পরিণত হয়েছে।
সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ও ভুল ব্যবহারের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, মানুষ এখন একে অপরের পাশে থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অকারণে স্ক্রল করা, উদ্দেশ্যহীন ভিডিও দেখা কিংবা সারাদিন স্মার্টফোনে নিমগ্ন থাকা পারিবারিক ও সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলছে। তাই ডিজিটাল আসক্তি থেকে মুক্তি পেতে প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
সউদী আরবে প্রযুক্তির অগ্রণী ভূমিকাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশটি সমাজ উন্নয়নে প্রযুক্তির কার্যকর ও ইতিবাচক প্রয়োগ করছে। তবে প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য না থাকলে তা সমাজ ও আত্মার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।
শায়খ ইয়াসির আদ-দাওসারী বলেন, সময় এসেছে এসব বিপদের উৎসগুলো চিহ্নিত করে নিজেদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে ভারসাম্য ফিরিয়ে আনার। প্রযুক্তির মাধ্যমে উপকার যেমন সম্ভব, তেমনি অপব্যবহার হলে ক্ষতির মাত্রাও ব্যাপক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.