08/04/2025 আল-কুরআন একাডেমি লস অ্যাঞ্জেলেসের গ্রীষ্মকালীন সেমিস্টার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
মুনা সাংগঠনিক ডেস্ক
৪ আগস্ট ২০২৫ ১৬:৩৯
রোববার (৩ আগস্ট ) সফলভাবে সম্পন্ন হলো আল-কুরআন একাডেমি লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের গ্রীষ্মকালীন সেমিস্টার। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান এবং সনদ বিতরণ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা'র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী। প্রধান অতিথি সেমিস্টার সম্পন্নকারী ছাত্রছাত্রীদের ইসলামী ও কুরআন শিক্ষায় অগ্রগতির স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা। শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
একাডেমি কর্তৃপক্ষ জানান, আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে একাডেমির পরবর্তী উইকেন্ড সেমিস্টার শুরু হবে। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের প্রদত্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নাম্বার : (৪২৪) ২৪০-৪০৩১
সূত্র : সামাজিক মাধ্যম
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.