08/07/2025 ত্রাণবাহী ট্রাক উল্টে গাজায় ২০ ফিলিস্তিনির প্রাণহানি
মুনা নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫ ২১:৪৪
গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা আজ (বুধবার, ৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর নিশ্চিত করেছে।
গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, গত মধ্যরাতে ত্রাণবাহী ট্রাকটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন।’
বাসাল আরও উল্লেখ করে যে, এ ঘটনাটি নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি অনিরাপদ রাস্তায় ঘটেছে, যেখানে এর আগে ইসরাইল বোমা হামলা চালিয়েছিল। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।
এদিকে হামাস অভিযোগ করেছে যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য ট্রাক চালকদের বিপজ্জনক রাস্তা ব্যবহার করতে বাধ্য করছে।
হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে যে, ইসরাইল এভাবে অনাহার এবং বিশৃঙ্খলা তৈরি করছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইসরাইল ট্রাক চালকদের এমন সব রুটে চলতে বাধ্য করছে যেখানে অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের ভিড় লেগে আছে, যারা সপ্তাহের পর সপ্তাহ ধরে মৌলিক চাহিদার জন্য অপেক্ষা করছে। ত্রাণ সংগ্রহের জন্য প্রায়শই বিপুল সংখ্যক মানুষ ট্রাকগুলোতে ভিড় জমায় বলেও হামাস উল্লেখ করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.