08/07/2025 অ্যারিজোনায় রোগী পরিবহণকারী উড়োজাহাজ বিধ্বস্ত: চার আরোহীর সবাই মৃত
মুনা নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫ ২২:০০
অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল পরিবহণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ আগস্ট) বাহনটি দুর্ঘটনার শিকার হয়। এ খবর জানিয়েছে এবিসি নিউজ ।
কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (ফেডারেল অ্যাভিয়েশন এজেন্সি বা এফএএ) জানিয়েছে, নাভাজো ন্যাশন সংরক্ষিত এলাকার চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে বিকালবেলা অবতরণের সময় বিচক্র্যাফট থ্রি হানড্রেড উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় পুলিশ কার্যালয় জানিয়েছে, নিকটবর্তী হাসপাতাল থেকে এক রোগীকে আনতে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত বাহনটি। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজে থাকা চার আরোহীর সবাই মারা গেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান আছে। তদন্ত চলাকালীন সময়ে বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কার্যালয়।
ডুয়াল-প্রোপেলার মেডিক্যাল বাহনটি সিএসআই অ্যাভিয়েশন নামক এক প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে নাভাজো পুলিশ। প্রতিষ্ঠানটি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে অবস্থিত।
দুর্ঘটনায় শোক প্রকাশ করে পুলিশের বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজের আরোহীর স্বজন এবং 'মেডিক্যাল এয়ার' (যারা বিমানযোগে চিকিৎসা সেবা দিতে ছুটে যান) আর ফার্স্ট রেসপন্ডার কম্যুনিটির (যারা সেবা দিতে সবার আগে হাজির হন) জন্য একটি মর্মান্তিক ঘটনা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.