08/10/2025 তারেক রহমানের সাথে লন্ডনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের একান্ত বৈঠক
মুনা নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৫ ১২:২৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
বুধবার (৬ আগস্ট) বিষয়টি গণমাধ্যমে জানিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামীর নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে।
যার ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। চলতি বছর তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর।
এর আগে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.