08/08/2025 মুনা কানেকটিকাট চ্যাপ্টারের বিনামূল্যে কুরআন বিতরণ কর্মসূচি পালিত
মুনা সাংগঠনিক ডেস্ক
৭ আগস্ট ২০২৫ ১৬:৪১
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) কানেকটিকাট চ্যাপ্টারের দাওয়াহ ডিপার্টমেন্ট এবং কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে বিনামূল্যে পবিত্র আল-কুরআন ও মুনা কনভেনশন ২০২৫ এর ফ্লায়ার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
গত ২ আগস্ট, শনিবার 'গ্রেটার নোয়াখালী সোসাইটি অফ কানেকটিকাট' -এর ব্যানারে মিডলবেরির মেডোভিউ পার্কে আয়োজিত বনভোজনে আগত অতিথিদের মাঝে এই কর্মসূচি পরিচালিত হয়।
বনভোজনে মুনার কানেকটিকাট চ্যাপ্টারের দাওয়াহ ডিপার্টমেন্টের সহযোগিতায় আসন্ন মুনা কনভেনশন ২০২৫ এর প্রচারণা, বিনামূল্যে বাংলা-ইংরেজি কুরআন উপহার প্রদানসহ মুনার বিভিন্ন রকমের দাওয়াতি সামগ্রী বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে আগতরা বিপুল উৎসাহের সাথে মুনার উপহার ও দাওয়াতি সামগ্রী গ্রহণ করেন। তারা মুনা কনভেনশনে অংশগ্রহণের ব্যাপারে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেন এবং এর সাফল্য কামনা করেন।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.