08/10/2025 ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভ্যান্সকেই পছন্দ ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৫ ১৮:০৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ‘সম্ভবত’ ২০২৮ সালের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর পদ পাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ব্যক্তি।
ট্রাম্প এখনও কোনো প্রিয় উত্তরাধিকারীর নাম প্রকাশ করেননি এবং গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, যদিও ভ্যান্স ‘খুব সক্ষম’, এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার নেই।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় দার সম্ভাবনা সবচেয়ে বেশি’। তিনি আরও যোগ করেন, ‘ন্যায়সঙ্গতভাবে, তিনি তো ভাইস প্রেসিডেন্ট।’ এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন গুজব ছিল ট্রাম্প হয়তো সংবিধানিক বিধিনিষেধ অতিক্রম করে তৃতীয়বার নির্বাচনে লড়াই করতে পারেন।
ট্রাম্প বলেন, ‘এখনই এ বিষয়ে কথা বলা বেশ আগাম, কিন্তু তিনি ভালো কাজ করছেন’ এবং ‘বর্তমানে তিনি সম্ভবত ফেভারিট।’ ট্রাম্প আরও বলেছিলেন, ভ্যান্স ও মার্কো রুবিও একসঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী রিপাবলিকান দল গড়তে পারেন।
ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় মার্কো ও জে.ডি. হয়তো কোন না কোনোভাবে একত্রিত হতে পারেন।’ ট্রাম্প বেশ কয়েকবার তৃতীয় মেয়াদে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও মার্কিন সংবিধান দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার বিধিনিষেধ আরোপ করেছে।
ট্রাম্পের অফিসিয়াল অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ ও ‘রিরাইট দ্য রুলস’ লেখা টি-শার্ট এখনও বিক্রি হচ্ছে। তবে মঙ্গলবার সিএনবিসি’র ‘স্কোয়ক বক্স’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত তৃতীয় মেয়াদে লড়াই করব না,’ যদিও তিনি বলেন, ‘আমি লড়তে চাই। আমার পোল নম্বর এখন পর্যন্ত সবচেয়ে ভালো।’
ট্রাম্প মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যাকে দু’বার ইমপিচমেন্টের সম্মুখীন হতে হয়েছে, ২০১৯ সালে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার জন্য এবং ২০২১ সালে বিদ্রোহ উসকানির জন্য। তবে উভয়বারই সিনেটে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ভ্যান্স, একজন প্রাক্তন মেরিন ও আইনজীবী, প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, প্রধানত অভ্যন্তরীণ নীতি ও কূটনৈতিক মিশনে নেতৃত্ব দিয়ে। তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ইঙ্গিত দিয়েছেন, তবে শুধুমাত্র ট্রাম্পের সঙ্গে পরামর্শের পর।
ফ্লোরিডার সাবেক সিনেটর রুবিও হেনরি কিসিঞ্জারের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর পদ একই সাথে পালন করা প্রথম ব্যক্তি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.