08/08/2025 ৫০% শুল্ক আরোপের পর ভারতের শেয়ার বাজারে ধস
মুনা নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৫ ২২:১১
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করার একদিন পরই বড় ধাক্কা খেল দেশটির শেয়ার বাজার। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালেই সেনসেক্স সূচক ৩৩৫.৭১ পয়েন্ট পড়ে ৮০ হাজার ২০৮.২৮-এ দাঁড়ায়। নিফটি সূচক ১১৪.১৫ পয়েন্ট কমে ২৪ হাজার ৪৬০.০৫-এ নামে।
বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে ৩০ থেকে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত ধাক্কা আসতে পারে। এইচডিএফসি সিকিউরিটিজ-এর প্রধান নির্বাহী ধীরাজ রেল্লির মতে, দীর্ঘমেয়াদে এ ধরনের শুল্ক ভারতের অর্থনীতির গতি কমিয়ে দিতে পারে। তবে রিজার্ভ ব্যাংক এখনও পর্যন্ত তাদের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছে।
কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও নিলেশ শাহ বলেন, শুল্ক দ্বিগুণ হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি একসঙ্গে বিনিয়োগ পরিবেশকে নাড়িয়ে দিতে পারে। শুল্কের প্রভাব পড়লেও এক মাসের ডলার-রুপি ফরওয়ার্ড (এনডিএফ) অনুসারে ভারতীয় মুদ্রা আজ স্থিতিশীল থাকারই ইঙ্গিত দিচ্ছে।
ট্রাম্প যদিও চিপ রপ্তানিকারকদের ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছেন, তবে অ্যাপলের মতো মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলি ছাড় পাওয়ায় এশীয় বাজারে উল্টো চাঙ্গাভাব দেখা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.