08/09/2025 ভারতীয় পণ্যের শিপমেন্ট স্থগিত করলো অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ
মুনা নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ০০:৫১
ভারতীয় পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারত থেকে পণ্য নেওয়া স্থগিত করেছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপসহ বড় বড় খুচরা বিক্রেতারা।
সূত্রের বরাতে এনডিটিভি প্রফিট লিখেছে, ভারতীয় রপ্তানিকারকরা তাদের ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেইল পেয়েছেন, যাতে বলা হয়েছে- পোশাক ও টেক্সটাইল পণ্য পাঠানো আপাতত বন্ধ রাখতে হবে। বাড়তি শুল্কের বোঝা বহন করতে চান না যুক্তরাষ্ট্রের এসব ক্রেতা; তারা এই ব্যয় রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিতে চান।
উচ্চ শুল্কের কারণে খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ বেড়ে যেতে পারে। তাতে যুক্তরাষ্ট্রগামী কার্যাদেশ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে; ফলে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।
ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট, ট্রাইডেন্টের মত বড় ভারতীয় রপ্তানিকারকরা তাদের ৪০ থেকে ৭০ শতাংশ পণ্য বিক্রি করে কেবল যুক্তরাষ্ট্রে।
ভারতের টেক্সটাইল ও পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্যও যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে এ খাতে মোট ৩৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের রপ্তানির মধ্যে ২৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।
বিশ্বে ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের এখন আশঙ্কা, তারা বাংলাদেশ ও ভিয়েতনামের কাছে কার্যাদেশ হারাতে পারে। এ দুটি দেশ ২০ শতাংশ নতুন শুল্কের মুখে পড়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.