08/09/2025 বাড়তে পারে যুক্তরাষ্ট্র-চীন শুল্ক বিরতির মেয়াদ : বাণিজ্যমন্ত্রী লুটনিক
মুনা নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ০০:৫১
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, যুক্তরাষ্ট্র -চীন শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে স্টকহোমে দ্বিপাক্ষিক আলোচনা শেষ হওয়ার পর থেকে এটিই আমেরিকার পক্ষ থেকে সময়সীমা পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত।
‘আমি মনে করি আমরা বিষয়টি বাণিজ্য দল এবং রাষ্ট্রপতির উপর ছেড়ে দেবো, তবে মনে হচ্ছে তারা একটি চুক্তিতে পৌঁছাবেন এবং আরও ৯০ দিনের জন্য তা বাড়াবেন,’ ফক্স নিউজে মঙ্গলবার শেষ হতে যাওয়া এই যুদ্ধবিরতি কি বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি একথা বলেন।
২৮ এবং ২৯ জুলাই আলোচনা চলাকালীন লুটনিক গত সপ্তাহে একই রকম মন্তব্য করেছিলেন, উল্লেখ করে যে ৯০ দিনের মেয়াদ বাড়ানো আলোচনার সম্ভাব্য ফলাফল ছিল। কিন্তু আলোচনার পরে, শুধুমাত্র চীনা পক্ষই শুল্ক বৃদ্ধির বিরতি বাড়ানোর বিষয়ে ঐক্যমত্য ঘোষণা করেছিল।
শুক্রবার সিবিএস-এর এক সাক্ষাৎকারে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, দুই পক্ষই এই চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ‘কাজ করছে’।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.