08/13/2025 উৎসবমুখর মুনা কনভেনশন ২০২৫ এর সমাপ্তি
মুনা সাংগঠনিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ০২:৩৮
একে একে সব আয়োজন শেষে পর্দা নামলো ‘টচবিয়ারার্স অফ ইসলাম, স্প্রেডিং দ্যা ফেইথ গ্লোবালী’ শ্লোগানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী মুনা কনভেনশন ২০২৫ -এর। উত্তর আমেরিকার এই সর্ববৃহৎ মুসলিম মিলনমেলার সমাপনী অধিবেশন বসে ১০ আগস্ট, রোববার বিকেল ৫ টায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে।
শুক্রবার জুমার সালাত আদয়ের মধ্য দিয়ে শুরু হওয়া এ কনভেনশনে এবার যোগ দেন দেশি-বিদেশি অতিথিসহ ১৫ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু-কিশোর-কিশোরী, নারী ও পুরুষ। তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমেরিকা, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার খ্যাতনামা ইসলামী স্কলারগণ। শনিবার পর্যন্ত পূর্বঘোষিত প্রতিটি ইভেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান মুনা'র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর ও কনভেনশন কমিটির চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ।
এবারের কনভেনশনে ভিন্ন ভিন্ন ফরমেটে অনুষ্ঠিত হয়েছে একাধিক সেমিনার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম, শিশুদের বিভিন্ন রাইড ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। কনভেনশন এরিয়ায় উন্মুক্ত বাজারে ছিলো মুসলিম ঐহিত্যমণ্ডিত নানা পণ্যের পসরা।
কনভেনশনে বিশেষ আকর্ষন ছিলো নতুন প্রজন্মের কিশোর-তরুণদের জন্য রোবটিক্স এআই এর মত ব্যতিক্রমী সায়েন্স কম্পিটিশান। এছাড়া ইয়ং সিস্টার ও অ্যাডাল্ট ভাই-বোনদের জন্যও ছিলো বিভিন্ন অনুষ্ঠান।
বিশেষ করে রোববার দিনের ‘মেট্রোমোনিয়ল ডে’তে তরুণ ছেলে-মেয়েদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের ‘ম্যাচ মেকিং’ এর জন্য ছিলো বেশ কিছু স্পেশাল পর্ব।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্য থেকে বাংলাভাষী মুসলিমগণ সপরিবারে অংশ নেন এই বৃহত্তম ভাতৃসদনে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের অব্যাহত চর্চা জারি রাখতে মুনার এই আয়োজন এক অবিস্মরনীয় উদাহরণ হয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদক
মুনা বুলেটিন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.