08/16/2025 বাংলাদেশের শুল্কমুক্ত আমদানি ঘোষণায় চালের দাম নিয়ে বিপাকে ভারত
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ২০:০৮
ভারতে দুই দিনের মধ্যে প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে চালের দাম । সম্প্রতি বাংলাদেশ সরকার ৫ লাখ টন চালের জন্য শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাময়িক সরবরাহের ব্যঘাত দেখা দেওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন চালের খুচরা দামে ঊর্ধ্বগতি হয়েছে। এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন খবর দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা আগেভাগে খবর পেয়েছিলেন যে ঢাকা ২০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করতে চলেছে। এই তথ্য পেয়ে তারা পেট্রাপোল–বেনাপোল সীমান্ত এলাকায় চাল মজুদ করতে শুরু করেন।
বুধবার বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়, যার ফলে সঙ্গে সঙ্গেই চালের রফতানি শুরু হয়।
ভারতে খুচরা বাজারে স্বর্না চাল কেজিপ্রতি ৩৪-৩৯ রুপি, মিনিকেট চাল কেজিপ্রতি ৪৯-৫৫ রুপি, রত্না চাল কেজিপ্রতি ৩৬–৩৭ রুপি থেকে ৪১–৪২ রুপি ও সোনা মাসুরি চাল কেজিপ্রতি ৫২-৫৬ রুপি হচ্ছে।
রাইস ভিলার সিইও সুরাজ আগরওয়াল জানান, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার দুপুরে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় এবং সেই রাতেই ভারত থেকে ট্রাক চালু হয়।
তিনি বলেন, পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে চাল রপ্তানি করা লজিস্টিক এবং খরচের দিক থেকে আরও প্রতিযোগিতামূলক। উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের মিলাররা এই রুট ব্যবহার করছেন।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২৫ অর্থবছরে চালের দাম ১৬ শতাংশ বেড়েছে এবং চাহিদা মেটাতে ১৩ লাখ টন চাল আমদানি করতে হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.