08/16/2025 পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প, রওনা হয়েছেন ইতিমধ্যেই
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ২০:১১
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে চড়ে অ্যাঙ্কোরেজের পথে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আঞ্চলিক ভূমি বিনিময় হবে কি না, তা ইউক্রেনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তার লক্ষ্য হলো দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কাতারের একটি সংবাদমাধ্যম।
ট্রাম্পের মতে, ইউক্রেনে রুশ আগ্রাসন সম্ভবত পুতিনের আলোচনার অবস্থানকে শক্তিশালী করার জন্য চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আসলে এটি তাকে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু তার (পুতিনের) মনে হচ্ছে, যদি তারা হত্যাযজ্ঞ চালিয়ে যেতে পারে তবে এটি তাকে ভালো চুক্তি করতে সহায়তা করবে।’
প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, পুতিনের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে—কারণ পরিস্থিতির গুরুত্ব এবং রুশ অর্থনীতির দুর্বলতা উভয়ই এ ক্ষেত্রে ভূমিকা রাখবে।
যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বুদ্ধিমান ব্যক্তি, অনেক দিন ধরে করছে, তবে আমিও অনেক দিন ধরে করছি... আমরা একে অপরকে সম্মান করি, আর আমি মনে করি, এর কিছু না কিছু ফল আসবেই।’
ট্রাম্প আরও জানান, পুতিন রাশিয়া থেকে ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে আসছেন—এটিকে তিনি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুদ্ধ মিটমাট না হওয়া পর্যন্ত কোনো চুক্তি করা সম্ভব নয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.