08/16/2025 চীনের সাথে ল্যাটিন আমেরিকান দেশগুলোর ঘনিষ্ঠতায় চটলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ২১:১২
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, চীনের সাথে ব্রাজিল, মেক্সিকো এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশগুলোর ঘনিষ্ঠ হওয়ার বিষয়ে তিনি চিন্তিত নন। তিনি ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘তারা যা খুশি তাই করতে পারে।’
বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত আলোচনার সময় এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, ‘আপনি জানেন, তাদের কেউই খুব ভালো করছে না, এবং আমরা অর্থনীতির দিক থেকে যা করছি, তাতে চীন সহ সকলকে উড়িয়ে দিচ্ছি। আমরা এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে ভালো করছি।’
গত মাসে আরোপিত শুল্কের বিরুদ্ধে বহুপাক্ষিক প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য ব্রাজিল বেইজিংয়ের সাথে সমন্বয় বাড়ানোর সময় ট্রাম্পের এই মন্তব্য এসেছে। মঙ্গলবার, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ‘একতরফা বাণিজ্য ব্যবস্থা মোকাবেলায় ব্রিকস ব্লকের ভূমিকা’ নিয়ে আলোচনা করতে চীনা নেতা শি জিনপিংয়ের সাথে ফোনে প্রায় এক ঘন্টা কথা বলেছেন।
জুলাইয়ের শেষের দিকে ওয়াশিংটন ব্রাজিলের বিস্তৃত রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই ফোনালাপের আয়োজন করা হয়েছিল, যা বিলিয়ন ডলারের বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে।
ট্রাম্প শুল্ক আরোপের কারণ হিসেবে ব্রাজিলের রাজনৈতিক সংকটকে যুক্ত করেছেন, ২০২২ সালের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ফৌজদারি মামলার উদ্ধৃতি দিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.