08/16/2025 নেতানিয়াহুর 'বৃহত্তর ইসরায়েল'- এর নিন্দা জানিয়েছে আরব লীগ
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ২১:২২
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ দৃষ্টিভঙ্গির প্রতি ‘সংযোগ’ বোধ করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সেইসঙ্গে তার ওই মন্তব্যকে মধ্যপ্রাচের রাষ্ট্রগুলোর ওপর ‘সার্বভৌমত্বের জন্য হুমকি’ বলেও অভিহিত করেছে।
নেতানিয়াহু মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, তিনি ‘গ্রেটার ইসরাইল’ দৃষ্টিভঙ্গির প্রতি ‘সংযোগ’ বোধ করেন।
এমনকি তিনি নিজেকে ‘একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন বলে মনে করেন, যা ‘এখানে আসার স্বপ্ন দেখে এমন ইহুদিদের প্রজন্ম এবং আমাদের পরে যারা আসবে তাদের প্রজন্মের জন্য’ বলেও জানান।
ইসরায়েলি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলের রাজনীতিতে ‘গ্রেটার ইসরাইল’ শব্দটি ইসরাইল পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ার গোলান হাইটস অন্তর্ভুক্ত করার জন্য ইসরাইলের ভূখণ্ডের সম্প্রসারণকে বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও এই মিশন মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করে।
এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর এ মন্তব্য সম্পর্কে স্পষ্টীকরণ চেয়েছে মিশর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ মন্তব্যগুলো ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক দলগুলোর আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক যারা শান্তিকে মূল্য দেয় এবং এই অঞ্চলের সব জনগণের জন্য নিরাপত্তা ও শান্তি অর্জন করতে চায়।’
অন্যদিকে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ‘একটি বিপজ্জনক এবং উসকানিমূলক উত্তেজনা বৃদ্ধি, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.