08/20/2025 নিহত ১০০০ ইউক্রেনীয় সৈন্যের মরদেহ ফেরত দিলো রাশিয়া
মুনা নিউজ ডেস্ক
১৯ আগস্ট ২০২৫ ২৩:১১
যুদ্ধে নিহত ইউক্রেনের আরও এক হাজার সৈন্যের মৃতদেহ ফেরত দিয়েছে রাশিয়া। এদের মধ্যে পাঁচজন রাশিয়ার হাতে গ্রেপ্তার হওয়ার পর মারা গেছেন বলে দাবি করেছে কিয়েভ। সম্প্রতি তুরস্কে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি আলোচনার অংশ হিসেবে এই মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে কিয়েভের যুদ্ধকালীন বন্দী সমন্বয়কারী সংস্থার সদর দপ্তর।
ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক এবং ঝাপেরিঝঝিয়ায় প্রাণ হারিয়েছেন এসব সৈন্য। এছাড়া গত আগস্টে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা কুরস্কে নিহত হওয়া সৈন্যদের মৃতদেহও ফেরত দেয়া হয়েছে। যদিও মস্কো এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার ১৯ জন সৈন্যের মৃতদেহ ফেরত পেয়েছে মস্কো। এর আগে ১৭ জুলাই একইভাবে ১,০০০ সৈন্যের বিনিময় করে দুই দেশ। চুক্তি অনুযায়ী রাশিয়া বাধ্যবাধকতা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
এর আগে জুনে তুরস্কের আলোচনায় বন্দী ও মৃতদেহ বিনিময়ের বিষয়ে একমত হয় উভয় পক্ষ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.