08/24/2025 ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালালো এফবিআই
মুনা নিউজ ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ১৮:২১
গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তার বাড়ি ও অফিসের সামনে পুলিশ ও এফবিআই এজেন্টদের দেখা যায়।
সংবাদমাধ্যম সিবিএসকে পাঠানো এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, তারা ওই এলাকায় অনুমোদিত কার্যক্রম পরিচালনা করেছে। তবে এফবিআই এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তদন্তের সঙ্গে সম্পর্কিত সূত্রগুলো জানিয়েছে, গোপন নথি সংক্রান্ত বিষয়ে এ তল্লাশি চালানো হয়েছে। তবে বোল্টনকে এখনও আটক করা হয়নি। এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগও দায়ের হয়নি।
এর আগে, ২০১৯ সালে প্রথম মেয়াদের ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন জন বোল্টন। এরপর থেকেই ট্রাম্পের ঘোর সমালোচক হয়ে ওঠেন এই রিপাবলিকান। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তার বিরুদ্ধে গোপন তথ্যের অপব্যবহারের অভিযোগ তোলা হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে।
বোল্টনের বাড়ি ও অফিস তল্লাশির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি সরাসরি এই তল্লাশির নির্দেশ দেননি। এই বিষয়ে নিজে জড়াতে চান না। তবে বোল্টনকে ‘চোর’ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প।
এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, গোপন নথি সংক্রান্ত বিষয়ে এই অভিযান চালানো হয়েছে। এফবিআই যদি প্রমাণ পায় বোল্টন আইন লঙ্ঘন করেছেন, তবেই তার বিরুদ্ধে মামলা করা হবে।
ডেমোক্র্যাট নেতাদের দাবিকে উড়িয়ে দিয়ে ভ্যান্স বলেন, এই তদন্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয়। এদিন বিকেলে বোল্টন তার মেরিল্যান্ডের বাড়িতে ফিরে যান। তবে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.