08/24/2025 হলিউড মসজিদে শুভবিবাহ সম্পন্ন হলো ইরফান ও হাবিবার
মুনা সাংগঠনিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ২১:৪১
১৪ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর হলিউড মসজিদ ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে নোয়াখালীর সন্তান ইরফান (বর) ও ঢাকার মেয়ে হাবিবার (কনে) মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) হলিউড চ্যাপ্টার এর মেট্রোমোনিয়ল সার্ভিস এই বিবাহের আয়োজন করে। এই শুভ অনুষ্ঠানে বর-কনেপক্ষের আত্মীয়-স্বজন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলিউড মসজিদ বোর্ড অফ ট্রাস্টিজ প্রেসিডেন্ট জনাব আব্দুল মান্নান ও সেক্রেটারি আব্দুল মালেক।
বিবাহ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে কান্ডারী কালচারাল গ্রুপ, লস অ্যাঞ্জেলেস মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করে। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হয়।
কমিউনিকেশন এন্ড মিডিয়া বিভাগ
হলিউড মসজিদ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.