08/26/2025 ট্রাম্পের অবস্থান গুরুত্বের সাথে নেয়ার জন্য ভারতের প্রতি নিকি হ্যালির আহ্বান
মুনা নিউজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ০৮:২৪
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান সহকর্মী নিকি হ্যালি রোববার ভারতকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে ট্রাম্পের অবস্থান গুরুত্বসহকারে নিতে হবে ভারতকে এবং হোয়াইট হাউসের সঙ্গে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। খবর দিয়েছে এনডিটিভি অনলাইন।
নিকি হ্যালি এক্সে লিখেছেন, বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সৌহার্দ্য আমাদের এই ঝঞ্ঝার মধ্যেও অগ্রসর হওয়ার মজবুত ভিত্তি দেয়। ব্যবসা-বাণিজ্য নিয়ে মতবিরোধ এবং রাশিয়ার তেল আমদানির মতো বিষয় সমাধান করতে কঠিন সংলাপ প্রয়োজন।
হ্যালি আরও উল্লেখ করেন, দুই দেশকে সাম্প্রতিক লক্ষ্য ভুলে যেতে দেয়া যাবে না। সেটি হলো চীনের বিরুদ্ধে প্রতিরোধ। তিনি বলেন, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বন্ধু।
এর আগে নিউজউইকের এক কলামে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত হ্যালি সতর্ক করেন যে, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক ভাঙনের ধারে এবং যদি যুক্তরাষ্ট্র চীনের বিশ্বব্যাপী প্রভাব সীমিত করতে চায়, তবে সম্পর্ক পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার মতে, ভারতকে চীনের মতো শত্রু হিসেবে বিবেচনা করা যাবে না এবং ট্যারিফ বা ভারত-পাকিস্তান শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা দুই দেশের মধ্যে ফাটল তৈরি করতে পারবে না। কয়েক সপ্তাহ আগে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেয় ট্রাম্প প্রশাসন যখন রাশিয়ার তেল কেনার কারণে ভারতের পণ্য রপ্তানিতে ৫০ শতাংশেরও বেশি সেকেন্ডারি ট্যারিফ আরোপ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ‘অন্যায় ও অযৌক্তিক’ পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, ভারত তার কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো ছাড় দেবে না। তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রভাব বুঝলেও, কৃষকদের স্বার্থে মূল্য দিতে প্রস্তুত আছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.