08/27/2025 পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট
মুনা নিউজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৫ ১৮:২২
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ওপর পুলিশের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রসিকিউটররা। অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টে তার বিচারের শেষ ধাপ চলছে।
ওয়ার্কার্স পার্টির ককাস নেতা ডেপুটি লিন্ডবার্গ অভিযোগ করেন, বলসোনারোর ‘দেশত্যাগের সুনির্দিষ্ট ঝুঁকি’ রয়েছে।
প্রসিকিউটরদের নোটে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, নিষেধাজ্ঞার অধীনে থাকা এই সাবেক নেতাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে।
ফেডারেল পুলিশ জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট আদালতের শর্ত ভেঙে আসামিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাও পাওলো ও রিও ডি জেনিরোর বিক্ষোভ সম্পর্কিত শত শত ভিডিও শেয়ার করেছেন।
এ ছাড়া, তারা ৩৩ পৃষ্ঠার একটি নথি উদ্ধার করেছে যাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের কাছে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধের খসড়া ছিল। এটি অভ্যুত্থান তদন্ত শুরু হওয়ার পরপরই২০২৪ সালের ফেব্রুয়ারিতে লেখা হয়।
তবে সাবেক প্রেসিডেন্টের আইনজীবীদের দাবি, ওই খসড়াকে পালানোর প্রমাণ হিসেবে ধরা যাবে না।
জানা গেছে, বলসোনারোর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আগামী সেপ্টেম্বরে রায় দিতে পারে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.